পুজোর পর বাংলায় আসবেন অমিত শাহ,জেপি নাড্ডা আসছেন তাঁর আগেই

0
460

দেশের সময় ওয়েবডেস্কঃ সপ্তাহ দুয়েক আগেই বাংলার বিজেপি নেতাদের নিয়ে বৈঠক করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়, বাংলা বিজেপির সভাপতি দিলীপ ঘোষদের সেই বৈঠকে চার ঘণ্টা উপস্থিত ছিলেন শাহ। তারপরই মুরলীধর সেন লেনের নেতারা জানিয়েছিলেন, পুজোর আগেই একুশের হাওয়া গরম করতে একবার বাংলা সফরে আসবেন অমিত শাহ।

কিন্তু তা হচ্ছে না। বিজেপি সূত্রে খবর, পুজোর আগে রাজ্যে আসছেন না শাহ। তাঁর বদলে বাংলায় আসছেন বিজেপি সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা। তবে কেন অমিত আসছেন না সে ব্যাপারে কিছু স্পষ্ট করেনি বিজেপি।

আগামী ১৭ অথবা ১৮ তারিখ শিলিগুড়িতে উত্তরবঙ্গের জেলাগুলির কর্মী সমর্থকদের নিয়ে সভা করার কথা ছিল শাহের। গতকাল কোচবিহারে সেই সভার প্রস্তুতিতে ম্যারাথন বৈঠকও হয়। তবে সেই সভার কী হবে, কবে হবে তাও গেরুয়া শিবিরের তরফে কিছু বলা হয়নি।

বাংলার ভোট যে অমিত শাহ নিজে দেখবেন তা একপ্রকার স্পষ্ট। তাই রাজ্য বিজেপির নেতারাও চেয়েছিলেন যাতে পুজোর আগে ওয়ার্ম আপ শুরু হয়ে যায়। তবে নাড্ডা বাংলায়.এসে কী করবেন সেই সূচিও এখনও জানানো হয়নি। শুধুই ঘরোয়া বৈঠক নাকি প্রকাশ্য সভাও হবে তা এখনও অনিশ্চিত।

প্রসঙ্গত অমিত শাহ নিজে করোনায় আক্রান্ত হয়েছিলেন। কোভিড থেকে সুস্থ হয়ে ওঠার পরও অন্যান্য সমস্যা নিয়ে কয়েক দিনের ব্যবধানে দু’বার তাঁকে এইমসে ভর্তি হতে হয়। তারপর এক একদিনের মহারাষ্ট্র সফর বাদ দিয়ে দিল্লির বাইরে যাননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Previous articleকরোনামুক্ত সৌমিত্র চট্টোপাধ্যায়, শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে
Next articleলাদাখ সীমান্তে উত্তেজনার মধ্যেই সেনাবাহিনীকে যুদ্ধ-প্রস্তুতির নির্দেশ চিনা প্রেসিডেন্টের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here