অষ্টমীর দিন কলকাতায় কলেজ স্কোয়্যারের পুজো মণ্ডপে আসার কথা ছিল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধীর। বাঁধা হলো নির্বাচন। ৫ রাজ্যের নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর রাহুলকে প্রচারের জন্য ব্যস্ত থাকতে হচ্ছে। বিভিন্ন রাজ্যে তাঁকে প্রচার করতে যেতে হচ্ছে। তাই তাঁর পক্ষে কলকাতায় আসা সম্ভব হচ্ছে না। রাহুলের অফিস থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রকে গত সোমবার জানিয়ে দেওয়া হয়েছিল৷
রাজ্যে প্রচার কমিটির চেয়ারম্যান করা হয়েছে প্রাক্তন সভাপতি অধীর চৌধুরিকে। তাঁকে বলা হয়েছে, জেলার সভাপতিদের সঙ্গে সমন্বয় রেখে প্রচারের কাজ শুরু করতে। কোনও অবস্থাতেই দিন যেন নষ্ট না হয়। অধীর এআইসিসি–র চিঠি পেয়ে জেলা সভাপতিদের প্রচারে নামার নির্দেশ দিয়েছেন। যদিও তিনি এখনও পর্যন্ত প্রদেশ কংগ্রেসের ডাকা কোনও বৈঠকে উপস্থিত হননি। ২০১৯–এর নির্বাচনের দিকে লক্ষ্য রেখে এখন থেকেই প্রচার শুরু করতে চায় কংগ্রেস। এআইসিসি–র প্রচার কমিটির চেয়ারম্যান আনন্দ শর্মা রাজ্য সভাপতি সোমেন মিত্রকে এ ব্যাপারে চিঠি দিয়েছেন। তাতে লেখা হয়েছে, অবিলম্বে জেলা জুড়ে বিজেপি–র বিরুদ্ধে সংগঠিত ভাবে প্রচারে নামতে হবে। দেওয়াল লিখন, হোর্ডিংয়ের মাধ্যমে প্রচার করতে হবে। কৃষক, দলিত, আদিবাসী মহিলাদের এই প্রচারে সামিল করতে হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এআইসিসি থেকে বলা হয়েছে, উৎসবের মরশুমে এই প্রচার চলবে।