পথ দুর্ঘটনায় দুই রাজ্যেমৃত ১৪ পরিযায়ী শ্রমিক

0
834

দেশেরসময় ওয়েবডেস্ক:‌ ভিন রাজ্য থেকে ঘরে ফেরার চেষ্টায় ফের দুর্ঘটনার বলি হলেন পরিযায়ী শ্রমিকরা। দুই রাজ্যে দুই পথ দুর্ঘটনায় মৃত্যু হল ১৪ পরিযায়ী শ্রমিকের। আহত বেশ কয়েক জন।
প্রথম ঘটনাটি বুধবার রাতের। হাইওয়ে ধরে হেঁটে বাড়ি ফেরার পথে সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হয় ছ’জন পরিযায়ী শ্রমিকের। বুধবার রাতে এই দুর্ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের মুজফ্ফরনগর জেলায়।
পুলিশ সূত্রে খবর, ওই পরিযায়ী শ্রমিকরা পাঞ্জাব থেকে বিহার ফিরছিলেন। ফেরার পথে মুজফ্ফরনগর জেলার  জাতীয় সড়কে ঘটেছে ওই দুর্ঘটনা। দুর্ঘটনার পর থেকে ওই সরকারি বাসের চালক পলাতক। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় বাসটি খালি ছিল। শ্রমিকদের দেহগুলি ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 
দ্বিতীয় ঘটনায় মধ্যপ্রদেশে মৃত্যু হয় আট জন পরিযায়ী শ্রমিকের। সংবাদ সংস্থা সূত্রের খবর, একটি লরিতে করে মহারাষ্ট্র থেকে উত্তরপ্রদেশ ফিরছিলেন পরিযায়ী শ্রমিকদের একটি দল। পথে মধ্যপ্রদেশের গুনার কাছে বুধবার রাত তিনটে নাগাদ লরিটি ধাক্কা মারে একটি বাসে। জানা গেছে বাসটি তীব্র গতিতে আসছিল। যার জেরে মৃত্যু হয় আট জন শ্রমিকের। পাশাপাশি অন্তত ৫৪ আহত হয়েছেন। তাঁদের সকলকে সেখানকার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে লরিটিতে অন্তত ৭০ জন পরিযায়ী শ্রমিক ছিলেন। যাদের বেশিরভাগই উত্তরপ্রদেশের উন্নাওয়ের বাসিন্দা। এক পরিযায়ী শ্রমিক বলছিলেন, ‘‌আমরা ঘুমিয়ে পড়েছিলাম। রাত প্রায় তিনটের সময় দুর্ঘটনা ঘটে।’‌ জানা গেছে বাসটি গুনা থেকে আমেদাবাদের দিকে যাচ্ছিল। পরিযায়ী শ্রমিকদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। 

Previous articleরাজ্য সরকারি কর্মচারীদের উৎসব বোনাস সামান্য বাড়ল, অগ্রিম ঘোষণা মুখ্যমন্ত্রীর
Next articleকরোনা সারাতে চার আয়ুর্বেদিক ওষুধের ট্রায়াল শুরু হবে সাত দিনের মধ্যে,ঘোষণা আয়ুষ মন্ত্রকের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here