দেশে ১০০ কোটি টিকাকরণে দাবি আসলে জুমলা, বিস্ফোরক মমতা

0
306

দেশের সময় ওয়েবডেস্ক:‌ দেশে ১০০ কোটি টিকাকরণ সম্পন্ন। জোরকদমে প্রচার করেছেন মোদী সরকার। সেই নিয়ে অবশ্য শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তর্জা।

প্রধানমন্ত্রীকে তোপ দেওয়ার সুযোগ ছাড়েননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। রাজ্য-কেন্দ্রের সংঘাত যদিও নতুন নয়। দুই সরকারের পদক্ষেপে কেউ কারওকে কটাক্ষ করতে ছাড়েন না। রবিবার শিলিগুড়িতে বিজয়ার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই ১০০ কোটি টিকাকরণ সম্পন্নের দাবি নিয়ে সরব হন। কেন্দ্রের এই প্রচারকে ‘জুমলা’ বলে অভিহিত করলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ঢেরা পেটানো হচ্ছে ১০০ কোটি ডোজ দেওয়া হয়েছে। আরে ভাই ওটা জুমলা। হযবরল। দেশে এখনও ৩৫ কোটি মানুষ একটা ডোজ পায়নি। সংখ্যাটা ছোটদের নিয়ে ১৫০ কোটি ধরুন। তাহলে ৭০ কোটি লোক এখনও টিকা পায়নি।’ 

তিনি আরও বলেন, ‘আমার দরকার ১৪ কোটি ডোজ। পেয়েছি ৭ কোটি। তার মধ্যে দুটি ডোজ বলে সাড়ে তিন করে ভাগ করুন। তার মধ্যে আমার এখন ১৮ বছরের ছেলেমেয়েদের দিতে হচ্ছে। সেটাকে যুক্ত করতে হবে। আর দেশে লোকসংখ্যা ১৩০ কোটি। জনবহুল দেশ। শিশুদের ধরলে আমাদের ১১ কোটি থেকে ১৪ কোটি দেখাচ্ছে। দেশে ওটা ১৫০ কোটি হয়ে যাবে। ২৯ কোটি ৫১ লক্ষ দ্বিতীয় ডোজ পেয়েছে। আর ঢেরা পেটানো হচ্ছে ১০০ কোটি ডোজ দেওয়া হয়েছে।’

টিকাকরণে বাংলাই দেশের প্রথম বলে দাবি মুখ্যমন্ত্রীর। তাঁর কথায়, ‘কলকাতা বলুন, শিলিগুড়ি বলুন টিকাকরণে বাংলা ফার্স্ট। মনে রাখবেন যাঁরা ঢাক বাজায়, থালি বাজায়, ঘণ্টা বাজায়, তাঁদের বলি কাজটা করে ঘণ্টা বাজান। টিকার উদ্ভব কিন্তু বাংলা থেকেই। বাংলার ডাক্তার, নার্স থেকে শুরু করে স্বাস্থ্য কর্মী, আশা কর্মীরা যেভাবে টিকা দিতে পারেন, আর কেউ পারে না। আমরা একটাও নষ্ট করিনি।’

Previous articleHug: পাকিস্তানের কাছে দশ উইকেটে লজ্জার হার কোহলিদের, তারপর যেভাবে বিরাটের ছবি ভাইরাল হল
Next articleহাবড়ায় জলযন্ত্রণা থেকে মুক্তি দিতে ২৫ কোটি টাকা ব্যয়ে বুস্টিং স্টেশন, : জ্যোতিপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here