দুর্গার বিভিন্ন রূপ নিয়ে পারফেক্ট ফ্যাশান রানওয়ে নাইট অনুষ্ঠিতহল কলকাতায় : দেখুন ভিডিও

0
11
অর্পিতা দে, দেশের সময়

বৃহস্পতিবার সন্ধ্যায় অ্যাক্টর, গ্রুমার এবং কোরিওগ্রাফার অনির্বাণ দে এবং আকাশ ভাটির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল ‘পারফেক্ট ফ্যাশান রানওয়ে নাইট’ সেইসঙ্গে লঞ্চ করলেন তাদের প্রথম ফ্যাশান ব্র্যান্ড ‘পারফেক্ট ফ্যাশান হাউস’।

এদিন বিশিষ্ট্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পন্ডিত মল্লার ঘোষ, তার স্ত্রী মল্লিকা ঘোষ প্রমুখ। অনুষ্ঠানের উদ্যোক্তা, বিশিষ্ট্য অতিথিবর্গ সহ সহকারী আয়োজকরা প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সুচনা করেন।

কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বয়সের প্রায় ৩৫ জন প্রতিযোগী পারফেক্ট ফ্যাশানের এই রানওয়ে নাইটে অংশগ্রহণ করেন। ‘পারফেক্ট ফ্যাশান হাউসের’ নিজস্ব ড্রেস কালেকশান এই রানওয়ে নাইটে পরিবেশন করেন। দেখুন ভিডিও

দুর্গাপুজোর কিছুদিন আগেই যেহেতু এই ফ্যাশান রানওয়ে নাইট অনুষ্ঠিত হল তাই এর অন্যতম আকর্ষণ ছিল দুর্গার বিভিন্ন রূপ। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতন।

অনুষ্ঠানের মূল উদ্যোক্তা এবং ‘পারফেক্ট ফ্যাশান হাউস ব্র্যান্ডের কর্ণধার অনির্বান দে দেশের সময়কে জানান, তিনি নিজে এতদিন বিভিন্ন অনুষ্ঠানে গেছেন অংশগ্রহণকারী হিসেবে কিন্তু এবারে নিজের ব্র্যান্ড লঞ্চ করে এবং নিজেরই ব্র্যান্ডের পোশাকের প্রদর্শন করে তিনি যথেষ্ট্য খুশী।

শুধুমাত্র কলকাতাই নয় অংশকারীরা যে কেউ আসানসোল, পুরুলিয়া, শিলিগুড়ি, ঝাড়খন্ড এত দূর থেকেও এসে পারফেক্ট ফ্যাশান হাউসের হয়ে নিজেদের পরিবেশন করেছেন তারজন্যে তিনি তাদের কাছে কৃতজ্ঞ এবং গর্বিত। শুধু ফ্যাশান শো নয় আগামীদিনে এই অংশগ্রহণকারীদের নিয়ে তিনি মিউজিক ভিডিও পরিবেশনে ইচ্ছুক জানালেন অনির্বাণ দে।

Previous articleTeam Kapal Gears Up for September 19 Release

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here