তারকাদের সাথে সেলফি,চায়ের সাথে সিনেমা চর্চায় মোদী

0
791

দেশের সময় ওয়েবডেস্ক: এক আনন্দ সন্ধ্যা। যেখানে বলিউড তারকাদের সঙ্গে শুধুই আড্ডা নয়, সিনেমার প্রতি তাঁর আসক্তির কথাও অকপটে স্বীকার করলেন নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার দিল্লিতে ছিল এক মোদীময় বলিউডি সন্ধ্যা। নির্ভেজাল সেই আড্ডায় বলিউড তারকাদের সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী নিজে। কাটালেন অনেকটা সময়। বললেন মনের কথা, যা শুধুই তাঁর সিনেমার প্রতি অগাধ ভালোবাসাকে স্পষ্ট করেছে।

করণ জোহর, রণবীর সিং,রণবীর কাপুর, আয়ুষ্মান খুরানা, বরুণ ধাওয়ান, রাজকুমার রাও, একতা কাপুর সহ বলিউডের বেশ কয়েকজন উজ্জ্বল তারকার সঙ্গে সুন্দর সময় কাটালেন মোদী। ২২ ডিসেম্বর ‘বলিউডের দিল কি বাত’ শুনে সিনেমরা টিকিটের দাম কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই মতো, একশো টাকা পর্যন্ত সিনেমার টিকিটের দামের উপর জিএসটি ১৮ শতাংশ থেকে ১২ শতাংশ করে দিয়েছিলেন তিনি। তাই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে আজ দিল্লিতে তাঁর সঙ্গে বিশেষ আড্ডায় বসেছিলেন করণ জোহররা।নিজের ইনস্টাগ্রামে সেই কথা জানিয়ে ছবিও পোস্ট করেছেন করণ। জানিয়েছেন, ব্যস্ততার মধ্যেও প্রধানমন্ত্রী তাঁদের সময় দিয়েছেন, আড্ডায় বসেছেন। এর চেয়ে বড় প্রাপ্তি আর হয় না। করণের পাশপাশি রণবীর সিংও নিজের সোশ্যাল সাইটে মোদীর সঙ্গে ‘মনের মতো আড্ডা’ লিখে ছবি পোস্ট করেছেন।এক কথায় এদিন সন্ধ্যাটি জমে উঠেছিল ঘরোয়া আড্ডায়।

Previous articleনিউটাউনে অগ্নিকাণ্ড
Next articleগাঁড়াপোতায় শপ্তক নাট্যোৎসব

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here