নিজস্ব সংবাদদাতা দেশের সময়: – মোহনবাগান-ইস্টবেঙ্গল ডুরান্ড ফাইনালে খেলবে এমনটাই মনে করা হয়েছিল। কিন্তু বুধবার প্রথম
সেমিফাইনালে সপ্নভঙ্গ হয়ে গিয়েছে। গোকুলামের কাছে হেরে ডুরান্ড কাপ থেকে বিদায় নিয়েছে ইস্টবেঙ্গল।
তবে অপর
সেমিফাইনালে রিয়াল কাশ্মীরকে ৩-১ গোলে হারিয়ে ডুরান্ড ফাইনালে উঠেছে মোহনবাগান। ফাইনালে ডার্বি হচ্ছে না, মুখোমখি হবে
মোহনবাগান ও গোকুলাম। ডার্বি না হওয়াতে হতাশ দুই দলের সমর্থকরা।
নাম না করে এক লাল-হলুদ সমর্থকের বক্তব্য, কলকাতা লিগের ডার্বির আগে মোহনবাগানকে হারানোর সুযোগ ছিল। কিন্তু সেই
আশা মিটল না।’ অন্য দিকে, এক মোহন সমর্থকের মন্তব্য, ইস্টবেঙ্গলকে হারিয়ে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন এবার পূরণ
হল না। ওদের হারিয়ে কাপ জেতার আনন্দই আলাদা।
কলকাতা লিগের খেলা দেখার পরে ফুটবল বোদ্ধারা মোহনবাগানকে সেভাবে নম্বর দিতে চাননি। তাদের বক্তব্য ছিল, আনফিট
মোহনবাগান বড় মাঠে সেভাবে মেলে ধরতে পারবে না। ছোট মাঠে এই বাগানের ফুটবলাররা সেভাবে মেলে ধরতে না পারলেও
যুবভারতীতে ভালো ফুটবল খেলেছে কিবু ভিকুনার ছেলেরা। তাই ডুরান্ড কাপে বাংলার সম্মান রক্ষার দায়িত্ব এখন মোহন বাগানের
হাতে। এখন দেখার বিষয় কিবুর ছেলেরা চ্যাম্পিয়ন হতে পারে কিনা।