জাঁকিয়ে শীত আসছে! বলছে হাওয়া অফিস

0
834

দেশের সময় ওয়েবডেস্ক:জাঁকিয়ে শীত আসছে! অবশেষে এই খবর দিল আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শহরের তাপমাত্রা অল্প হলেও কমেছে৷ তবে শীতের জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হবে না রাজ্যবাসীকে৷ শীঘ্রই রাজ্যে জাঁকিয়ে শীত পড়তে চলেছে৷ মঙ্গলবার কলকাতায় আরও নেমেছে পারদ৷ এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.১ ডিগ্রি৷ আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পারদ নেমেছে দার্জিলিং–সহ উত্তরের জেলায়৷ পশ্চিমের কয়েকটি জেলাতেও তাপমাত্রা নেমেছে৷ ১৫ ডিগ্রির নিচে নেমেছে সর্বনিম্ন তাপমাত্রা৷ আগামী কয়েকদিন তাপমাত্রা আরও নামার সম্ভাবনা রয়েছে৷ আগামী সপ্তাহের শেষ দিকেই কনকনে ঠান্ডা অনুভব করবে শহরবাসী। আগামী ২–৩ দিন তাপমাত্রা ১৬ ডিগ্রির আশপাশেই ঘোরাঘুরি করবে। ফলে শীতের আমেজ টের পাওয়া যাবে। সর্বনিম্ন তাপমাত্রার হিসেবে কলকাতায় সোমবারকে হারাল মঙ্গলবার। সোমবারের চেয়ে ০.৬ ডিগ্রি নেমে গিয়ে মহানগরীতে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়াল ১৬.১ ডিগ্রি। দমদমে রেকর্ড করা হয়েছে ১৫.৬ ডিগ্রি। এই মরশুমে এখনও পর্যন্ত এটিই সর্বনিম্ন তাপমাত্রা। ফলে মঙ্গলবারই মরশুমের শীতলতম দিন।

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, আসানসোল–১৪.৩, বাঁকুড়া–১৪.৬, ব্যারাকপুর–১৬.৬, বর্ধমান–১৪.৮, ক্যানিং–১৪.৪, কাঁথি–১৩.২, ডায়মন্ডহারবার–১৫.৮, দিঘা–১৫.১, হলদিয়া–১৬.৭, কলাইকুন্ডা–১৩.২, কৃষ্ণনগর– ১৩.৮, মালদা–১৬.৮, মেদিনীপুর–১৫.৫, পানাগড়–১২.৪, উলুবেড়িয়া–১৭.২, কোচবিহার–১১.৬, জলপাইগুড়ি– ১৩.৮, কালিম্পং–১১.০, শিলিগুড়ি–১২.১।‌‌ শীতের আমেজ নিয়ে বছরের শেষের দিন গুলিতে আনন্দে মেতে ওঠা ,এখন শুধু সময়ের অপেক্ষা।

শীতের আমেজ নিয়ে বছরের শেষের দিন গুলিতে আনন্দে মেতে ওঠা ,এখন শুধু সময়ের অপেক্ষা।

Previous articleস্টেশনে ট্রেন ঢুকতেই সকলে হতবাক, ‘কাউক্যাচার’ -এ আটকে রক্তাক্ত শিশুকন্যা
Next articleরাতের অন্ধকারে লক্ষ্য করা যাচ্ছে টর্চের আলো, সংখ্যায় ২০-২৫ জন বিজেপি সমর্থক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here