‘চুন চুন কে বদলা…’,পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

0
13

পহেলগাম হামলার পরই তারা যুদ্ধে জিতে গিয়েছে বলে যেন না ভাবে। বৃহস্পতিবার সন্ত্রাসবাদীদের কড়া ভাবে সতর্ক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হামলার রাতেই পহেলগামে গিয়েছিলেন অমিত শাহ। প্রধানমন্ত্রীকেও হামলার বিষয়ে অবহিত করেছিলেন। কিন্তু প্রকাশ্যে তাঁকে মুখ খুলতে শোনা যায়নি। এ দিন অসমে এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে জঙ্গিদের কড়া সুরে সতর্ক করলেন তিনি।

কাউকে রেয়াত নয়। যদি কেউ ভাবছে সাধারণ মানুষের প্রাণ নিয়ে, লড়াই জিতে গিয়েছে, তাহলে ধারণা ভুল। লড়াই শেষ হয়নি এখনও। এই দেশের প্রতিটি কোনা থেকে সন্ত্রাসীদের মূল -সহ উপড়ে ফেলা হবে। সকলকে খুঁজে খুঁজে, বেছে বেছে জবাব দেওয়া হবে।  পহেলগাঁও হামলার পর প্রথমবার মুখ খুললেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

২২ এপ্রিল। পহেলগাঁওয়ে হত্যালীলা চালায় জঙ্গিরা। রক্তাক্ত হয় উপত্যকা। ঘটনার পর থেকে দফায় দফায় বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী। নরেন্দ্র মোদি প্রথম থেকেই সাফ জানিয়েছেন কাউকে রেয়াত নয়। যারা এই হামলা চালিয়েছে তাদের শাস্তি দেওয়া হবে খুঁজে বের করে, রেয়াত করা হবে না, যারা এই হামলার পিছনে রয়েছে তাদের। ভারত হামলার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। তবে এই ঘটনায় এতদিন প্রকাশ্যে কিছু বলেননি অমিত শাহ।

বৃহস্পতিবার প্রকাশ্যে মুখ খুলেই কড়া হুঙ্কার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর গলায়। বললেন, যতদিন আতঙ্কবাদী দেশ থেকে সমূলে উৎপাটিত না হবে, ততদিন জারি থাকবে লড়াই। যারা এই হামলা চালিয়েছে, তাদের নিশ্চিতভাবে যোগ্য শাস্তি দেওয়া হবে। শাহ এদিন বলেন, ‘১৪০ কোটি ভারতীয় নন, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে গোটা বিশ্ব ভারতের পাশে রয়েছে। বিশ্বের সমস্ত রাষ্ট্র একজোট হয়ে ভারতের সঙ্গে রয়েছে। সকলকে মনে করিয়ে দিতে চাই, যতদিন পর্যন্ত না সন্ত্রাসের মূল ধ্বংস হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের লড়াই চলবে।‘

Previous articleGopalnagar News পাকিস্তানের পতাকা লাগিয়ে নাশকতার ছক বানচাল করল পুলিশ , গ্রেপ্তার ২: দেখুন ভিডিও
Next articleকার্তিক মহারাজকে সামনে রেখে পহেলগামে জঙ্গি হামলার প্রতিবাদে শহরে ভারত সেবাশ্রম সংঘের প্রতিবাদ মিছিল 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here