দেশের সময় ওয়েব ডেস্ক:চিটফান্ড কান্ডে বিশিষ্ট ডাকাবুকো সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়-কে গ্রেফতার করলো সিবিআই। বৃহস্পতিবার তাকে জেরার জন্য ডাকা হয়েছিল। দফায় দফায় জিজ্ঞাসাবাদের পগ্রেফর তাকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। সূত্রের খবর, একটি বেআইনী অর্থলগ্নীকারি সংস্হার সাথে যুক্ত হয়ে পরিচালিত হয়েছিল সুমন চট্টোপাধ্যায় ৷চিটফান্ডের একটি দৈনিক সংবাদপত্রের সম্পাদক হিসাবে কাজও করেছেন দীর্ঘদিন। এ প্রসঙ্গে আগেও সুমন বাবুকে ডেকে জেরা করেছিল তদন্তকারী অফিসাররা। সূত্রের খবর, আইকোর নামে এক চিটফান্ড সংস্হার সাথে নাম জড়িয়েছে সুমন বাবুর। যার কর্ণধার অনুকুল মাইতি-কে ইতিমধ্যেই গ্রেফতার করেছে সিবিআই। আর তাকে জেরা করেই উঠে আসে সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়-এর নাম। নির্দেশ পেয়ে বৃহস্পতিবার সুমন বাবু হাজিরা দিতে এলেও এদিন তার বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ উঠেছে বলে খবর। উল্লেখ্য অতীতেও চিটফান্ড কেলেঙ্কারীতে বহুক্ষেত্রে সামনে এসেছে কিছু সাংবাদিকের নাম। যেমন সারদা মামলায় গ্রেফতারউল্লেখ্য, অনেক আগেই গ্রেফতার হয়েছেন আইকোর-এর মালিক অনুকূল মাইতি। তাঁকে জেরা করেই সুমন চট্টোপাধ্যায়ের নাম উঠে আসে বলে জানা যাচ্ছে। এছাড়া, সারদা চিটফান্ডের কাছ থেকেও পাঁচ কোটি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে এই সাংবাদিকের বিরুদ্ধে। ২০১৪ সালে সারদা মামলায় সুমনবাবুকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
আগামীকাল ওড়িশার ভুবনেশ্বরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে সুমনবাবুকে তোলা হবে বলে খবর।
সুমন চট্টোপাধ্যায় তিন দশকেরও বেশি সময় বাংলা ভাষায় সাংবাদিকতা করেছেন। বর্তমানে তিনি একটি বাংলা দৈনিকের সম্পাদক। এছাড়া, একদা টেলিভিশন সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।