গয়না, মোবাইল,চপের দোকান খুলবে, রাজ্যে আরও কিছু ছাড়ের ঘোষণা মুখ্যমন্ত্রীর

0
3068

দেশের সময় ওয়েবডেস্কঃ রাত আটটায় জাতির উদ্দেশে বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বক্তব্য থেকেই জানা যাবে দেশজুড়ে লকডাউনের ভবিষ্যৎ কী। তার আগে নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে তৃতীয় দফার লকডাউনের মধ্যেই কিছু ছাড়ের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি এদিন জানিয়েছেন, এখনও অনেকদিন করোনাকে নিয়ে চলতে হবে আমাদের। আরও দু-তিন মাস সময় লাগতে পারে। সেজন্য একটু একটু করে স্বাভাবিক জীবনে ফিরতে হবে। তবে এখনই কনটেনমেন্ট জোনে কোন বিধিনিষেধ শিথিল হবে না। এর বাইরে সব জোনেই স্ট্যান্ড-অ্যালোন বা একক ভাবে থাকা সব রকমের দোকান খোলা যাবে। তবে জেলার পুলিশ ও প্রশাসন ঠিক করে দেবে কোথায় কোন দোকান খোলা যাবে বা যাবে না সেটা।

আলাদা ভাবে মুখ্যমন্ত্রী এদিন বলেন, তেলেভাজার দোকান বুধবার থেকেই খোলা যেতে পারে। তবে দুপুর ১২টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত খোলা যাবে। এছাড়াও রেস্তরাঁ বাদে অন্যান্য খাবারের দোকান খুলতে পারা যাবে। তবে কোথাও বসে খাওয়ার ব্যবস্থা রাখা যাবে না। ক্রেতাদের কিনে নিয়ে চলে যেতে হবে। হোম ডেলিভারিও চলতে পারে। এছাড়াও ‌ইলেকট্রিক, ইলেকট্রনিক্স ও মোবাইল সামগ্রীর দোকান খোলা যাবে। গয়নার দোকানও বুধবার থেকে খোলা যাবে।

মুখ্যমন্ত্রী এদিন আরও জানিয়েছেন, তাঁতের কাজ বুধবার থেকে করা যাবে। খোলা হবে বিশ্ব বাংলা হাট ও খাদি বাজার। গ্রামীণ এলাকায় নির্মাণ কাজও শুরু করা যাবে। এক্ষেত্রে একশো দিনের কাজের আওতায় শ্রমিক নিয়োগ করা যাবে।

এদিন রাজ্য প্রশাসনের কর্তাদের নিয়ে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরেই সাংবাদিক বৈঠক করে বলেন, এতদিনের লকডাউনের জেরে কার্যত অর্থনীতি ভেঙে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। পরিকল্পনা করে লকডাউন ঘোষণা করলে এত বিপর্যয় হত না। এখন দ্রুত গ্রামীণ অর্থনীতি চালু করার উপরে জোর দিতে হবে। তিনি বলেন, “জেলাশাসকদের বলা হচ্ছে, ১০০ দিনের কাজে জোর দিতে। আরও বেশি লোককে কাজে নিয়োগ করতে হবে। ভিন রাজ্য থেকে আসা শ্রমিকদেরও একশো দিনের কাজ দেওয়ার জন্য জেলাশাসকদের বলা হয়েছে।’’

এদিন নতুন করে কিছু ছাড়ের কথা নবান্ন থেকে ঘোষণা করা হলেও মুখ্যমন্ত্রী বারবার বলেন, গোটাটাই স্থানীয় পরিস্থিতি বিবেচনা করে ঠিক করবে পুলিশ প্রশাসন। এই ব্যবস্থা সুষ্ঠু ভাবে করতে রেড জোনকে তিন ভাগে ভাগ করার পরিকল্পনাও করেছে নবান্ন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন সেই পরিকল্পনা তিন দিনের মধ্যে করে ফেলবে প্রশাসন।

Previous articleরেড জোনকে এ, বি, সি তিন ভাগে ভাগ করে-লকডাউনের আলাদা পরিকল্পনা, বললেন মুখ্যমন্ত্রী
Next articleলাইভ:১৭ মে শেষ হচ্ছে তৃতীয় দফার লকডাউনের মেয়াদ, তার আগে জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here