গোবরডাঙায় হাড়হিম করা কাণ্ড:খাটের নীচে চাদরে মোড়ানো মায়ের দেহ দেখে ছেলের আর্তনাদ

0
25

গত সোমবার থেকে মাকে খোঁজাখুঁজি করছিল ছেলে। কিন্তু পাননি। মঙ্গলবার সকালে বাড়িতে খাটের তলায় উঁকি দিয়ে হাড়হিম হয়ে যায় ছেলের। খাটের নীচে চাদরে মোড়ানো অবস্থায় মায়ের রক্তাক্ত দেহ দেখে চিৎকার করে ওঠেন তিনি। তাঁর চিৎকার শুনে সেখানে জড়ো হন এলাকার বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোবরডাঙার সাহাপুরে। মৃতার নাম মিঠু দত্ত(৪৩)। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, প্রায় ১১ বছর আগে মিঠুর স্বামী নিখোঁজ হয়ে যান। এর পরে তিনি দুই ছেলেকে নিয়ে গোবরডাঙার বাড়িতে থাকতে শুরু করেন। তাৎপর্যপূর্ণ ভাবে কয়েক বছর আগে ওই মহিলার দেওর স্ত্রী এবং সন্তানকে ছেড়ে মিঠুর সঙ্গে থাকতে শুরু করেছিলেন। এলাকাবাসীর দাবি, বিষয়টি ভালোভাবে দেখেননি মিঠুর সন্তানরা।

পুলিশ সূত্রে খবর, সোমবার রাত থেকে মিঠুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাঁর ছেলেরা বিভিন্ন জায়গায় খোঁজ করেছিল। মঙ্গলবার সকালে নিজের বাড়ির খাটের নীচ থেকে তাঁর দেহ উদ্ধার হয়। জানা গিয়েছে, তাঁর মুখ থেঁতলে বিকৃত করে দেওয়া হয়েছিল। খবর পেয়ে সেখানে পৌঁছয় গোবরডাঙা থানার পুলিশ। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সম্পর্কের টানাপড়েনেই কি প্রাণ গেল মিঠুর? উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই তাঁর দেওর এবং মিঠুর দুই সন্তানকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তবে কাউকে এ ঘটনায় এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি।

Previous articleHilsa: পুজোর আগে সুখবর, ১২০০ মেট্রিক টন পদ্মার ইলিশ আসছে বাংলার বাজারে
Next articleনেপাল পরিস্থিতি নিয়ে জরুরি নিরাপত্তা বৈঠকে প্রধানমন্ত্রী , বিশেষ গুরুত্ব বঙ্গ সীমান্তে!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here