গোপালনগরে বোমা ফেটে জখম শ্রমিক, তদন্দে নেমেছে পুলিশ

0
963

দেশের সময়,গোপালনগর: একশ’দিনের মাটি কাটার কাজ চলছিল সে সময় আচমকা বোমা ফেটে জখম হন শ্রমিক আজানুর মন্ডল, ঘটনাটি ঘটেছে শনিবার গোপালনগর থানার সাতবেড়িয়া জানিপুর এলাকায়৷

ঘটনায় আজা নুর এর ডান হাতে আঘাত সব থেকে বেশি লাগে, আঘাত লেগেছে তার বাঁ হাতে, দ্রুত আহত অবস্থায় আজানুর কে নিয়ে আসা হয় বনগাঁ মহকুমা হাসপাতালে, হাসপাতালে আনার পর তার শরীর থেকে ধাতব পদার্থ বের করা হয় মনে করা হচ্ছে বোমা বিস্ফোরণের সময় ধাতব পদার্থটি আজানুরের শরীরে ঢুকে যায়, হাসপাতাল সূত্রে জানা গেছে এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে এই ঘটনার তদন্ত শুরু করেছে গোপালনগর থানার পুলিশ৷

Previous articleThe religious to politicised slogan of Jai Shri Ram
Next articleঅতিরিক্ত কুয়ো খোঁড়ায় ক্ষোভ,দাদার মাথায় শাবলের কোপ দিল ভাই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here