দেশের সময়: গাইঘাটা বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনসংঘ সমর্থিত নির্দল প্রার্থী ডাক্তার সজল বিশ্বাস এর প্রচার এখন তুঙ্গে। গাইঘাটা থানার মানিকহীরা এলাকার বাসিন্দা ডাক্তার বিশ্বাস এখন দিন রাত এক করে এলাকায় ছুটে বেড়াচ্ছেন।
এই বিধানসভা এলাকার গোটাটাই গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তর্ভুক্ত। অধিকাংশই কৃষিজীবী মানুষ। এই বিধানসভা এলাকার মধ্যেই ঠাকুরনগর ঠাকুরবাড়ি যেটি মতুয়া সম্প্রদায়ের মানুষের অন্যতম তীর্থস্থান। ডাক্তার সজল বিশ্বাস একসময় বিজেপির সক্রীয় কর্মী হিসেবে এলাকায় পরিচিত থাকার কারণে তিনি এবারের নির্বাচনে গাইঘাটা কেন্দ্রের বিজেপি প্রার্থী হবেন বলে দাবি জানিয়েছিল এলাকার মানুষ। কিন্তু বিজেপি নেতৃত্ব শেষ পর্যন্ত ঠাকুরবাড়ির সদস্য তথা মঞ্জুলকৃষ্ণ ঠাকুরের বড় ছেলে সুব্রত ঠাকুরকে প্রার্থী করেছে।
এই কারণে এলাকার একাংশের বিজেপি কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে এলাকার মানুষের দাবি মেনেই ভারতীয় জনসংঘ এর সমর্থনে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে পড়েন সজল বিশ্বাস। পেশায় চিকিৎসক এই নির্দল প্রার্থীর প্রতীক চিহ্ন স্টেথোস্কোপ। তাঁর সমর্থনে এলাকায় ঘুরছে প্রচুর ট্যাবলো।
হাত জোড় কড়া ছবি দিয়ে সাজানো সেই ট্যাবলো গ্রামের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছে। সঙ্গে ছুটছেন ডাক্তারবাবুও। সকাল থেকে রাত পর্যন্ত মানুষের দোড়ে দোড়ে গিয়ে বোঝাচ্ছেন কেন তারা তাঁকে ভোট দেবেন। সজল বিশ্বাস এর কথায়, ‘আমি পিছিয়ে পড়া সমাজের মানুষের প্রতিনিধি।
উন্নয়নে তাদের পাশে থাকার স্বার্থে আমি সরকারি চাকরি ছেড়ে রাজনৈতিক ময়দানে নেমেছি। এলাকায় ঘুরে ব্যাপক সাড়া পাচ্ছি। আমার বিশ্বাস, আমি অবশ্যই এই লড়াইয়ে জয়ী হব।’