কোভিড–১৯ যোদ্ধাদের জন্য ১০ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা ঘোষণা মুখ্যমন্ত্রীর

0
1610

দেশের সময় ওয়েবডেস্ক:‌ রাজ্যের সব কোভিড–১৯ যোদ্ধাদের জন্য রবিবার ১০ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা ঘোষণা করল রাজ্য সরকার। তাঁদের মধ্যে  চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী বা সাফাইকর্মীরা আছেন। তেমনই সাংবাদিকরাও আছেন।

রবিবার প্রেস ফ্রিডম ডে বা সংবাদমাধ্যমের স্বাধীনতা দিবস। সেই উপলক্ষ্যেই স্বাস্থ্যবিমায় সাংবাদিকদেরও সংযুক্ত করল রাজ্য সরকার। রবিবার দুপুরে টুইটার অ্যাকাউন্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘‌বাংলায় আমাদের সরকার সাংবাদিক সহ কোভিড–১৯–এর সামনের সারির সব যোদ্ধাদের জন্য ১০ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা ঘোষণা করল।

আমরা সাংবাদিকদের সম্মান করি এবং বাংলায় আমাদের সরকার তাঁদের জন্য অনেক পদক্ষেপ নিয়েছে।’‌ সাংবাদিক এবং চিত্র সাংবাদিকদের অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, যেহেতু গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদমাধ্যম তাই তাদের অকুতোভয় হয়ে কর্তব্য পালন করতে হবে। রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে এপর্যন্ত রাজ্যে মোট কোভিড–১৯–এ আক্রান্ত ৯২২জন এবং ৩৩জনের মৃত্যু হয়েছে।

Previous articleকরোনা সংক্রমণের আতঙ্কে সীমান্ত বাণিজ্য বন্ধের দাবিতে পথে নামল স্থানীয় বাসিন্দারা
Next articleResidents blocked road to stop exim trade

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here