কলকাতা-উত্তর ২৪ পরগনায় লাগামহীন সংক্রমণ, রাজ্যে ফের আক্রান্ত প্রায় চার হাজার

0
939

দেশেরসময় ওয়েবডেস্কঃ কলকাতা এবং উত্তর ২৪ পরগনার সংক্রমণে যেন লাগামই টানা যাচ্ছে না। সোমবারের বুলেটিনেও দেখা গেল দুই জেলায় ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮০০-র বেশি করে মানুষ। রাজ্যে একদিনে আক্রান্ত প্রায় চার হাজার।

সোমবার রাতে স্বাস্থ্য ভবন যে বুলেটিন প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে বাংলায় একদিনে করোনা আক্রান্ত হয়েছেন তিন হাজার ৯৯২ জন। সংক্রমণের শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। আক্রান্তের সংখ্যা ৮৫৮ জন। এর পিছনেই রয়েছে কলকাতা। মহানগরে আক্রান্ত হয়েছেন ৮০৯ জন। যার ফলে কলকাতার মোট সংক্রামিতের সংখ্যা ৭০ হাজারের গণ্ডি পেরিয়ে গেল। উত্তর ২৪ পরগনায় মোট আক্রান্তের সংখ্যা ছাড়াল ৬৫ হাজার। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ৬৩ জনের।

বাংলায় এই মুহূর্তে মোট আক্রান্তের সংখ্যা তিন লক্ষ ২৫ হাজার ২৮ জন। সেরে উঠেছেন দু’লক্ষ ৮৪ হাজার ৩২৫ জন। রাজ্যে কোভিডে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ছ’হাজার ১১৯ জন। রাজ্যে এই মুহূর্তে ৩৪ হাজার ৫৮৪ জনের শরীরে করোনভাইরাস সক্রিয় রয়েছে।

সোমবারের বুলেটিন অনুযায়ী তিনটি জেলায় দুশো র বেশি আক্রান্ত হয়েছেন। সেই তিনটি জেলা হল পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনা। তা ছাড়া উত্তরবঙ্গের তিন জেলা মালদা, দার্জিলিং এবং জলপাইগুড়ি ও দক্ষিণ বঙ্গের হুগলি, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং নদিয়ায় শতাধিক করে মানুষ আক্রান্ত হয়েছেন।

Previous articleমমতা বন্দ্যোপাধ্যায় বিভাজনের রাজনীতি করছেন: শিলিগুড়িতে নাড্ডা
Next articleছবির লড়াই:PHOTO FIGHT/ সম্পাদকের পছন্দ/EDITOR’S CHOICE :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here