করোনা মোকাবিলায় মোদীর নেতৃত্বের ভূয়সী প্রশংসায় বিল গেটস

0
1706

দেশের সময়ওয়েবডেস্ক:‌ করোনায় জর্জরিত গোটা বিশ্ব। হু হু করে বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। ভারতেও আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। তবে কেন্দ্রীয় সরকারের কড়া পদক্ষেপের কারণে এখনও আমেরিকা–ইতালি–স্পেনের মতো ভয়াবহ রূপ নিতে পারে মারণ এই ভাইরাস। তাই গোটা বিশ্ব প্রশংসায় পঞ্চমুখ। ইতিমধ্যে হু বা বিশ্ব স্বাস্থ্য সংস্থাও সেই বার্তা দিয়েছে। আর এবার একই বার্তা এল মার্কিন ধনকুবের বিল গেটসের কাছ থেকেও। করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর পদক্ষেপের ভূয়সী প্রশংসা করে চিঠিও পাঠালেন। সেখানে তিনি লিখেছেন, কোভিড–১৯ এর বিরুদ্ধে ভারতের লড়াইয়ে যোগ্য নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সরকারি সূত্রে খবর, মোদিকে পাঠানো চিঠিতে বিল গেটস লিখেছেন, ‘‌আপনার নেতৃত্ব খুবই প্রশংসাযোগ্য। আপনি এবং আপনার সরকার ভারতে করোনাভাইরাস সংক্রমণের হার কমাতে যে সমস্ত পদক্ষেপ করেছে, তা এক কথায় প্রশংসনীয়। যেমন দেশব্যাপী লকডাউন ঘোষণা করা, কোয়ারেন্টাইন, আইসোলেশন এবং সংক্রমণ প্রতিহত করার জন্য হটস্পটগুলিকে চিহ্নিত করা, নমুনা পরীক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে জরুরি রেসপন্স প্যাকেজ ইত্যাদি। করোনা মোকাবিলার কৌশল জোরদার করার লক্ষ্যে গবেষণা, উন্নয়ন ও ডিজিটাল উদ্ভাবনকে উন্নত করতে এবং ভারতে স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধিও উল্লেখ যোগ্য ভাবে প্রশংসনীয়।’‌ কোভিড–১৯ মোকাবিলায় ভারত সরকার যে ‘‌আরোগ্য সেতু’‌ অ্যাপ বানিয়েছে তারও প্রশংসা করেন বিল গেটস। 

Previous articleবুধবার বিকালে চিঠি সহ পরিদর্শনের তালিকা পাঠাল আন্তঃমন্ত্রক টিম
Next articleরুটিরুজি বিপন্ন!‌ ২৬ কোটিরও বেশি মানুষ হয়ত খেতে পাবেন না এরপর, উদ্বেগ বাড়াল রাষ্ট্রপুঞ্জ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here