এবার ঠাকুর বাড়িতে আমরণ অনশনে বসবেন মমতাবালা

0
7

‘সার(SIR) ‘-এর বিরোধিতা এবং নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে তৃণমূল ঘনিষ্ঠ মতুয়া, গোঁসাই ও দলপতিদের আমরণ অনশন নিয়ে শান্তনু ঠাকুর এবং মমতাবালা ঠাকুরের মধ্যে বাকযুদ্ধ জারি রয়েছে। অনশনে শুরুর দিন অংশগ্রহণকারীদের ‘বাংলাদেশি মুসলমান’ এবং ‘রোহিঙ্গা’ বলে কটাক্ষ করেছিলেন শান্তনু ঠাকুর।

সোমবার অনশনের ষষ্ঠ দিনে আরও একধাপ এগিয়ে শান্তনু বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকার চাইছে, ভারতে জঙ্গিদের নাগরিকত্ব দেওয়া হোক। এর মধ্যেই এ দিন মমতাবালা ঠাকুর ঘোষণা করেছেন, আগামী বুধবার থেকে তিনি নিজেও ঠাকুর বাড়িতে আমরণ অনশনে বসবেন।

অনশনে ইতিমধ্যেই একাধিক অনশনকারী অসুস্থ হয়ে পড়েছেন। এ দিন নতুন করে তিনজন অসুস্থ হয়ে পড়েন। তাঁদের ঠাকুরনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। সোমবার মধ্যপ্রদেশ থেকে ফিরে অসুস্থদের দেখতে যান মমতাবালা। আমরণ অনশন শুরু করেছিলেন ২১ জন মতুয়া, গোঁসাই, দলপতিরা।

এ দিন দিল্লি যাওযার আগে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, ‘অনশনের নামে নাটক করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে তৃণমূল। সার-এর জন্য বাংলাদেশি নথি তো চাইবেই। কেন্দ্রীয় সরকার তো উগ্রপন্থীদের নাগরিকত্ব দেবে না। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকার চাইছে, ভারতে জঙ্গিদের নাগরিকত্ব দেওয়া হোক। এঁদের নামে রাষ্ট্রীয় ভাবে মামলা হওয়া উচিত।

এ প্রসঙ্গে মমতাবালা ঠাকুর বলেন, মতুয়াদের স্বার্থে নিজেদের জীবন বাজি রেখে গোঁসাই, দলপতিরা লড়াই করছেন। তাঁদের লড়াইকে নাটক বলে মনে হচ্ছে শান্তনু ঠাকুরের? এরা যদি বাংলাদেশি মুসলমান, রোহিঙ্গা হয়, তা হলে হরিচাঁদ, গুরুচাঁদ ঠাকুর, বীণাপাণি ঠাকুর তা হলে কি?’

Previous articleদিল্লিতে বিস্ফোরণের জেরে রাজ্যজুড়ে সতর্কতা জারি, পেট্রাপোল সীমান্ত সহ বনগাঁ শহরের বিভিন্ন প্রান্তে চলছে  জোরদার নাকা তল্লাশি: দেখুন ভিডিও
Next articleইস্তফা দিতে বলেছিল দল, উল্টে ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না আঢ‍্যকে সরালেন বনগাঁ পুরসভার পুরপ্রধান , গোষ্ঠীদ্বন্দ বলে কটাক্ষ বিজেপির: দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here