এবার আকাশে করোনা প্রভাব,বিমান পরিষেবা স্থগিত রাখতে পারে ইন্ডিগো-ভিস্তারা

0
937

দেশের সময় ওয়েবডেস্কঃ ভারত থেকে আন্তর্জাতিক উড়ান পরিষেবা প্রায় বন্ধ হয়ে গিয়েছে। করোনাভাইরাসের কাঁটায় ডোমেস্টিক রুটেও যাত্রী সংখ্যা এক ধাক্কায় কমে গিয়েছে ৩০ শতাংশ। এই পরিস্থিতিতে আগামী কয়েকদিনের জন্য বিমান পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দিতে পারে ইন্ডিগো এবং ভিস্তারা। খবর তেমনই।

বাজার দর অনুযায়ী ইন্ডিগো এশিয়ার সবচেয়ে বড় বিমান সংস্থা। সিঙ্গাপুর এয়ারলাইন্সের সঙ্গে যৌথ ভাবে বিমান চালায় টাটার সংস্থা ভিস্তারা। এই দুই সংস্থাই সমস্ত রুটে বিমান পরিষেবা বন্ধ করে দিতে পারে। ইন্ডিগোর ফ্লাইট অপারেশন বিভাগের প্রধান অসীম মিত্র সমস্ত পাইলটকে ইমেল মারফত জানিয়ে দিয়েছেন, “আগামী কয়েকদিনের জন্য হয়তো একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। সে ব্যাপারে মানসিক প্রস্তুতি নিয়ে রাখুন।”


ইতিমধ্যেই একাধিক ইউরোপীয় সংস্থা বিমান সংখ্যা কমিয়ে দিয়েছে। ব্রিটিশ এয়ারওয়েজ, ইউনাইটেড এয়ারলাইন্সের মতো সংস্থা যাত্রী সংখ্যা কমিয়ে দিয়েছে। গত কয়েকদিনে ইন্ডিগো, ভিস্তারা-সহ ভারতের একাধিক বিমান সংস্থার ১৫০টি উড়ান বসে গিয়েছে। সেই সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। অনেকের বক্তব্য, ইন্ডিগো, ভিস্তারা এই সিদ্ধান্ত নিলে এরপর অন্য সংস্থাগুলিও ভাববে। সেক্ষেত্রে বিমান পরিষেবা পুরোপুরি স্তব্ধ হতে পারে বলে মনে করছেন অনেকে।


ইন্ডোগোর অন্যতম অধিকর্তা অসীম মিত্র জানিয়েছেন, “অর্থনীতির রেখাচিত্র ক্রমশ নীচের দিকে নামছে। এই পরিস্থিতিতে আমরা সমস্ত এয়ারলাইন্স সংস্থাকেই হয়তো চরম সিদ্ধান্ত নিতে হবে।” তিনি বলেন, সারা পৃথিবী নভেল করোনাভাইরাসকে একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। আমরা আশা করি দুর্বিসহ এই নপরিস্থিতি থেকে খুব শিগগিরই মুক্তি পাব। কিন্তু এখন যদি চরম সিদ্ধান্ত নিতেও হয় সেটা হবে পরিস্থিতির কথা বিবেচনা করে। সাময়িক।”

Previous articleকরোনা আতঙ্কে গভীর সঙ্কটে চৈত্রের বাজার,আরও নিম্ন মুখী সীমান্তের পণ্য পরিবহণ,স্বাস্থ্য সচেতনতা নিয়েও প্রশ্ল উঠেছে বনগাঁয়
Next articleকরোনা আতঙ্ক :দরিদ্র ও কোভিড-১৯ প্যানডেমিকে ক্ষতিগ্রস্ত মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার ভাবনা,ঘোষণা করতে পারে মোদী সরকার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here