দেশের সময় ওয়েবডেস্কঃ করোনা পরিস্থিতির মধ্যে ২০২০ সালে মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষা নেওয়া ও ফল প্রকাশের ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়েছে শিক্ষা দফতরের। তাই মন্ত্রিসভার বৈঠক শেষে সামনের বছর ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ২০২১ সালে মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষায় বসতে হবে না। অর্থাৎ সরাসরি মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিকে বসতে পারবে তারা। শিক্ষা দফতর এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
কোভিড পরিস্থিতির জন্য এবার মাধ্যমিক শেষ হলেও উচ্চমাধ্যমিকের তিনটি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। গৃহীত পরীক্ষার সর্বোচ্চ নম্বরকে না হওয়া তিন পরীক্ষার নম্বর হিসেবে ধরে ফল প্রকাশ করা হয়।
আগেই রাজ্য সরকার জানিয়েছিল ক্লাস এইট পর্যন্ত সব ছাত্রছাত্রীকেই নতুন ক্লাসে তোলা হবে। পাশ, ফেলের কোনও বিষয় থাকবে না। এবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের টেস্টও বন্ধ করে দিল রাজ্য।
বুধবারের সাংবাদিক বৈঠকে এ নিয়ে কোনও ব্যাখ্যা দেননি মুখ্যমন্ত্রী। তবে শিক্ষা মহলে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকে বলছেন, কোভিড পরিস্থিতি কবে কাটবে ঠিক নেই। ছাত্রছাত্রীদের সুরক্ষার জন্য রাজ্য সরকারের এই সিদ্ধান্ত সঠিক। আবার কেউ কেউ বলছেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মতো বড় মঞ্চে যাওয়ার আগে টেস্ট হচ্ছে মহড়া। ভাল-মন্দ যাচাই করে নেওয়ার মাধ্যম। সেটা নাহলে আখেড়ে ক্ষতি ছাত্রছাত্রীদেরই। সমালোচকদের অনেকে এও বলছেন, ছাত্রছাত্রীদের বাবা-মায়েরা অফিসকাছারি যাচ্ছেন, গণপরিবহণে যাতায়াত করছেন,সেখান থেকেও সংক্রমণ ছড়াতে পারে। শুধু টেস্ট পরীক্ষা বন্ধ করলে কি সুরক্ষা দেওয়া সম্ভব?