উচ্চমাধ্যমিকের বাকি তিনটি পরীক্ষা আগামী ২ জুলাই থেকে ঘোষণা শিক্ষামন্ত্রীর

0
819

দেশের সময় ওয়েবডেস্কঃ লকডাউনের কারণে উচচমাধ্যমিকের তিনটি পরীক্ষা নেওয়া যায়নি। কবে সেই পরীক্ষা হবে তা নিয়ে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে কৌতুহল ছিলই। মঙ্গলবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করলেন, উচ্চমাধ্যমিকের বাকি তিনটি পরীক্ষা হবে জুলাই মাসের ২, ৬ এবং ৮ তারিখে।

গত মাসে তিন পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছিলেন শিক্ষামন্ত্রী। তাতে বলা হয়েছিল ২৯ জুন হবে প্রথম পরীক্ষাটি। কিন্তু এদিন পার্থবাবু জানিয়ে দেন, ২৯ জুন কোনও পরীক্ষা হচ্ছে না।

কেন্দ্রীয় সরকার পঞ্চম দফার লকডাউন ঘোষণা করার পর গাইডলাইন দিয়ে স্পষ্ট বলে দেয়, ৩০ জুন পর্যন্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা খুলবে না। তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল ২৯ জুনের সম্ভাব্য যে দিন উচ্চমাধ্যমিকের জন্য রাজ্য সরকার ঠিক করেছিল তা বাতিল করতে হবে।

করোনা সতর্কতায় মার্চের মাঝামাঝি সময় থেকেই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠন বন্ধ হয়ে যায় রাজ্যে। তারপর ধাপে ধাপে একের পর এক সিদ্ধান্ত নেয় রাজ্যের শিক্ষা দফতর।

প্রথম দফায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেন, প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সবাই পাশ। অর্থাৎ এবছর যারা ক্লাস ওয়ানে পড়ছে পরের শিক্ষাবর্ষে তারা এমনিই দ্বিতীয় শ্রেণিতে উত্তীর্ণ হবে। ক্লাস এইটের ছেলেমেয়েরা উঠবে নাইনে। তারপর একাদশ শ্রেণি নিয়েও সিদ্ধান্ত জানায় রাজ্য।

পার্থবাবু ঘোষণা করেন একাদশ শ্রেণির সবাইকে পাশ করিয়ে দেওয়া হবে। উচ্চমাধ্যমিকের মতো একাদশ শ্রেণিরও পরীক্ষা অসম্পূর্ণ ছিল। মাধ্যমিকের খাতা দেখার বিষয়েও কয়েকদিন আগে সরকারি সিদ্ধান্ত জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, মাধ্যমিকের খাতা দেখা শেষ হয়েছে। লকডাউন উঠলেই ফলপ্রকাশ করা হবে।

Previous articleকরোনা পরিস্থিতি পেরিয়ে ফের দেশের অর্থনীতিকে মজবুত করাই লক্ষ্য, বললেন মোদী
Next articleচালু হতে চলেছে পেট্রাপোলে সীমান্ত বাণিজ্য, ইঙ্গিত নবান্নের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here