দেখুন ভিডিও:
দেশের সময়ঃ কালী পুজোয় মেতে উঠেছে নদীয়া এবং উত্তর ২৪ পরগনার সীমান্ত লাগোয়া শিলিন্দা এলাকা। এখানকার শিলিন্দা বিবেকানন্দ সংঘ ও পাঠাগারের উদ্যোগে গত ৩৬ বছর ধরে এখানে কালীপুজোর আয়োজন হয়ে আসছে।এ বছর পশ্চিম মেদিনীপুরের সবং এর শিল্পী সঞ্জিত বেরার হাত ধরে আমেরিকার ডাউনটাউন বিল্ডিং এর অনুকরণে মণ্ডপ তৈরি হয়েছে। মন্ডপের বাইরের অংশ পাটকাঠি, থার্মোকল দিয়ে তৈরি হয়েছে। আর ভেতরে বাংলা-বিহার-উড়িষ্যার বিভিন্ন শুকনো ফল পালিশ করে নকশা তৈরি করা হয়েছে।স্থানীয় হাটখোলার মাঠে আয়োজিত এই পুজোর উদ্বোধন করেন মন্ত্রী রত্না ঘোষ কর। উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ আবির রঞ্জন বিশ্বাস। ছিলেন বিধায়ক নীলিমা নাথ মল্লিক, রমেন্দ্রনাথ বিশ্বাস। ক্লাব সভাপতি সূর্যকান্ত হালদার, কোষাধ্যক্ষ সুভাস সরকার, পূজা কমিটির সদস্য সুমন রায়, কমল সেনরা জানালেন, গত ১৩ বছর ধরে এখানে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনা পারিশ্রমিকে আমরা একটি কোচিং সেন্টার চালাই।সেখানে এই মুহূর্তে ২৩০ জন পড়ুয়া বিনামূল্যে প্রাইভেট টিউশন পড়ার সুযোগ পাচ্ছে। আমাদের ক্লাবের সদস্য সংখ্যা ২৩০ জন। তাদের মধ্যে প্রতিষ্ঠিত ব্যবসায়ী, উচ্চপদে কর্মরত চাকরি ব্যক্তিত্ব রয়েছেন। তাদের সবার মাসিক চাঁদায় এই কোচিং সেন্টার এবং পাঠাগার চালিয়ে আসছি।এর পাশাপাশি মহা ধুমধাম করে কালী পূজোর আয়োজন হয়। এবারেও তাই হয়েছে। কালীপুজো ঘিরে সাতদিন ধরে মেলা চলে এলাকায়।