![](https://deshersamay.com/wp-content/uploads/2021/02/one-med-add-1024x853.jpg)
দেশের সময় ওয়েবডেস্কঃ আজ, শুক্রবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ করবে পশ্চিমবঙ্গ সরকার। সামনেই বিধানসভা ভোট। তাই, দ্বিতীয় তৃণমূল সরকারের এটাই শেষ বাজেট। বিকেল ৪টেয় বাজেট পেশ করা হবে। রাজ্য সরকার পূর্ণাঙ্গ বাজেটই পেশ করবে, তবে ভোট আসন্ন বলে বিধানসভার কাছে আগামী তিন মাসের খরচের অনুমোদন চাওয়া হবে। যা ভোট অন অ্যাকাউন্ট হিসেবে পরিচিত।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/01/IMG-20210130-WA0000-1024x853.jpg)
অর্থ দপ্তর সূত্রের খবর, অসুস্থতার কারণে অর্থমন্ত্রী অমিত মিত্র এ বারের বাজেট সম্ভবত পেশ করতে পারবেন না। তাঁর বদলে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেট পেশ করার সম্ভাবনা। কে বাজেট পেশ করবেন, সেটা আজ দুপুর ২টোয় বিধানসভার বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠকের পর পরিষ্কার হবে। ১৯৮৬ সালে বামফ্রন্ট জমানায় অর্থমন্ত্রী অশোক মিত্র পদত্যাগ করায় মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বাজেট পেশ করেছিলেন। কিন্তু অর্থমন্ত্রী আছেন, তাঁর অসুস্থতার জন্য মুখ্যমন্ত্রীকে বাজেট পেশ করতে হচ্ছে, এমন নজির নেই বলে বিশেষজ্ঞদের অনেকে জানাচ্ছেন।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/01/2020-12X5-copy-1024x427-1-1024x491.jpg)
বাম ও কংগ্রেস এই বাজেট বয়কট করবে। বিজেপি এখনও তাদের অবস্থান স্পষ্ট করেনি। বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী বৃহস্পতিবার বলেন, ‘বিধানসভা ভোটের আগে প্রচারের আলো টানতেই মুখ্যমন্ত্রী নিজে বাজেট পেশ করবেন। অর্থমন্ত্রী অসুস্থ, এই অবস্থায় মুখ্যমন্ত্রী ভোট অন অ্যাকাউন্ট টেবিলে লে করে দিলেই পারতেন।’
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/01/carbazar-ad-1024x853.jpg)
সূত্রের খবর, রাজ্য বাজেটে রাজ্য সড়ক, গ্রামীণ রাস্তা-সহ পথশ্রী প্রকল্প ও বিভিন্ন পরিকাঠামো খাতে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রস্তাব থাকতে পারে। কারণ, এ বারের কেন্দ্রীয় বাজেটে ১০০ দিনের কাজে বরাদ্দ কমানো হয়েছে। রাজ্য বাজেটে পরিকাঠামো ক্ষেত্রে সরকারি বিনিয়োগ বাড়লে গ্রামের গরিব মানুষের কর্মসংস্থানের সুবিধে হবে। রাজ্য সরকারের হিসেবে, কোভিড পরিস্থিতি ও লকডাউনের জেরে ভিন রাজ্যে কাজ হারিয়ে ১০ লক্ষ পরিযায়ী শ্রমিক বাংলায় ফিরে এসেছেন। স্বাস্থ্য ক্ষেত্রে, বিশেষ করে, স্বাস্থ্যসাথী প্রকল্পে বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে খরচের সীমার কিছু পরিবর্তনের কথা জানানো হতে পারে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/01/niva-add02-1024x427.jpg)
স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এ দিন জানিয়েছেন, বিভিন্ন বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে শুধু বাজেট বক্তৃতা টুকু সরাসরি সম্প্রচার করা যাবে, সেই জন্য লিঙ্ক দেবে রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তর।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/01/arka-music-house-add-1024x427.jpg)