আজ এই দশকের শেষ পূর্ণিমা দেখাবে ১২-র খেলা

0
453

দেশের সময় ওয়েবডেস্কঃ আজ বছরের শেষ পূর্ণিমা। এই দশকেরও শেষ পূর্ণিমা। আজ রাতের আকাশে উজ্জ্বল আলোয় ভরিয়ে দেবে ২০১৯ সালের তথা এই দশকের শেষ পূর্ণিমার চাঁদ।

এই পূর্ণিমার সঙ্গে মিশে রয়েছে ১২ সংখ্যাটি। একে আজ ১২ তারিখ। মাসও ১২তম। আর চাঁদ পূর্ণ হবে রাত ১২টা বেজে ১২ মিনিটে।

পূর্ণিমা মানেই চাঁদের পূর্ণ রূপ। যদিও এদিন চাঁদের একটি পিঠই আলোয় আলো হয়ে থাকে। অন্য দিকে শুধুই আঁধার। পূর্ণিমা আসে প্রকৃতির নিয়মেই। পৃথিবীর যে পাশে সূর্য অবস্থিত ঠিক তার উল্টো পাশে চন্দ্রের অবস্থানেই তৈরি হয় চাকতির মতো আলো।

শীতের সময়ে তাপমাত্রা কম থাকায় বছরের শেষ এই পূর্ণিমাকে ‘কোল্ড মুন’ বা ‘শীতল চাঁদ’ বলা হয়। ভারতে যেমন প্রতিটি পূর্ণিমার ধর্মীয় নামকরণ রয়েছে তেমনই ইউরোপ আমেরিকাতেও প্রাচীন কাল থেকে ঋতু অনুযায়ী পূর্ণিমার নামকরণ করা হয়। বছর শেষের এই পূর্ণিমাকে ইউরোপে আবার বড়দিনের উৎসব শুরুর দিন হিসেবেও মানা হয়। বলা হয়ে “মুন বিফোর ইউলে”।

Previous articleবাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীরা আশায় বুক বাঁধছেন,এবার মিলতে পারে নাগরিকত্ব!‌
Next articleনাগরিকত্ব বিল পাশ হতেই জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here