আগামী ৩ দিন বৃষ্টির সম্ভাবনা, স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস

0
1856

দেশের সময় ওয়েবডেস্কঃ দু’দিনের কালবৈশাখীর স্বস্তি উধাও হয়ে ফের অস্বস্তিকর গরমে নাজেহাল শহরবাসী। বেলা বাড়তেই গলদঘর্ম অবস্থা কলকাতায়। তবে এর মধ্যেই স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর।

আগামী তিন দিন অর্থাৎ ৮, ৯ ও ১০ এপ্রিল কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়া ও বজ্রপাতেরও পূর্বাভাস মিলেছে। আগামী ১০ তারিখ পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি ও দুই ২৪ পরগনাতেও। বৃষ্টিপাত হবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও।

এদিকে, বুধবার সকাল থেকেই ঘর্মাক্ত পরিস্থিতি কলকাতায়। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের নিচে নামলেও আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় চরম অস্বস্তি বোধ হচ্ছে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।

সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি। এটিও স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশ। গত রবিবার ছিল মরসুমের প্রথম কালবৈশাখী। যা স্বস্তি এনে দিয়েছে দক্ষিণবঙ্গে।

কলকাতার পাশাপাশি আরও বেশ কিছু জেলাতেও ঝড় বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও আবার শিলাবৃষ্টি হতে দেখা গিয়েছে। ঠিক তারপর থেকেই আকাশে হালকা মেঘ থাকায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে খানিকটা নিচে নেমে আসে। যদিও অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

তবে সপ্তাহের শেষের দিকে ফের বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ৯ এপ্রিল থেকেই মেঘাচ্ছন্ন হতে শুরু করবে তিলোত্তমার আকাশ, এমনটাই ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিসের মোরগ।

Previous articleজ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে এক ভোটারকে হুমকি দেওয়ার অভিযোগ রাহুল সিনহার
Next articleভয়ানক পরিস্থিতি! ফের একদিনে করোনায় আক্রান্ত ১ লাখের বেশি, আগামী চার সপ্তাহ ভীষণ উদ্বেগের, জানাল কেন্দ্র

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here