অরণ্য সপ্তাহ উদযাপন কর্মসূচির সূচনায় ১৫ হাজার গাছ লাগানোর উদ্যোগ নিলো বনগাঁ পুরসভা:

0
561

দেশেরসময় ওয়েবডেস্কঃ বুধবার বনগাঁ পৌরসভার পক্ষ থেকে পাবলিক লাইব্রেরীর মঞ্চ থেকে বনগাঁ পুরসভার পুরপ্রশাসক গোপাল শেঠ বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে আমলকি , নিম চারা গাছ তুলে দিয়ে অরণ্য সপ্তাহ উদযাপন কর্মসূচি শুরু করেন৷ দেখুন ভিডিও:

বনগাঁর পৌর প্রশাসক গোপাল শেঠ বলেন অরণ্য সপ্তাহ উপলক্ষে ১৫ হাজার গাছ রোপণের কর্মসূচি গ্রহণ করছি আমরা । এবং যশোর রোডের পাশের শিশু গাছ গুলিতে অবৈধভাবে বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে সৌন্দর্যায়নের ব্যবস্থা করছি । এদিন মোট ১৪টি হাইস্কুল এবং ৩০টি প্রাইমারী স্কুলের ছাত্র – ছাত্রী সহ শিক্ষক শিক্ষিকাদের হাতে প্রায় ২০০০ গাছের চারা তুলে দেওয়া হয়৷ গাছ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁর ২২টি ওয়ার্ডের কাউন্সিলর সহ বিভিন্ন প্রতিনিধিরা।

Previous articleবনগাঁয় আই এন টি টি ইউ সি শ্রমিক সংগঠনের রক্তদান শিবিরে আর্থিক সহযোগিতার হাত বাড়ালেন শঙ্কর
Next articleDaily Horoscope: কন্যা রাশির আর্থিক সমস্যা,মিথুনের রমণীপ্রীতি , জানুন রাশিফল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here