অনূর্ধ্ব১৪ স্কুল যোগাসনে বাংলার সোনা

0
50
সুব্রত বক্সী , দেশের সময়

৬৯ তম জাতীয় স্কুল যোগাসন প্রতিযোগিতা শুরু হয়েছে সমুদ্র সৈকত দীঘাতে । স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়া আয়োজিত জাতীয় যোগাসন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে দীঘা মিনি ভারতবর্ষে রূপ নেয়। পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তরের শারীরশিক্ষা ও ক্রীড়া শাখার পরিচালনায় এই প্রথম জাতীয় যোগাসন প্রতিযোগিতার আসর বসেছে দীঘায়।

দীঘাতে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৪ বছর বালিকা বিভাগের বাংলার কন্যাশ্রীদের বড় জয় । আটটি সোনার মধ্যে সাতটি সোনা ছিনিয়ে নেয় রাজ্য বিদ্যালয় বালক ও বালিকাদের যোগা দল। ব্যক্তিগত আর্টিস্টিক যোগাসন প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গ বিদ্যালয় দলের পূর্ব মেদিনীপুর জেলার কন্যাশ্রী ঐশানী বেরা সেরার সেরা হয়ে বিজয়নির সম্মান ছিনিয়ে নেয় । এবং একক ঐতিহ্যগত ট্রেডিশনাল যোগাসন প্রতিযোগিতায় পাঁশকুড়ার ঐশানী বেরা প্রথম স্থান অর্জন করে জোড়া স্বর্ণপদকের অধিকারী হয়।

আর্টিস্টিক যোগাসনের দ্বৈত বিভাগে নদীয়া জেলার সোনাক্ষি বিজলী এবং ঐ জেলার পূরবী সাহা বিজয়ীর সম্মানলাভ করে। দ্বৈত রিদমিক যোগাসন প্রতিযোগিতায় শালিনী দে ও শ্রেয়া মালো স্বর্ণপদক অর্জন করতে সমর্থ হয়।

অনূর্ধ্ব ১৪ বছর বালক বিভাগের আর্টিস্টিক যোগাসনের দ্বৈত বিভাগে কৌশান মন্ডল ও প্রিয়তোষ কুইতি স্বর্ণপদক লাভ করে। দ্বৈত রিদমিক যোগাসন প্রতিযোগিতায় কৌশান মন্ডল ও প্রিয়তোষ কুইতি স্বর্ণপদক অর্জন করতে সমর্থ হয়।

ভারতীয় ঐতিহ্যবাহি ট্রেডিশনাল যোগা প্রতিযোগিতায় সমৃদ্ধ মুখার্জী প্রথম স্থান লাভ করে স্বর্ণপদক জয় করে। একক আটিস্টিক যোগাসন প্রতিযোগিতায় মহারাষ্ট্রের যাদনেশ রবীন্দ্র প্রথম স্থান লাভ করে ।

মহারাষ্ট্রের অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৭ বছর বালিকা বিভাগে পশ্চিমবঙ্গের কন্যাশ্রী তনয়া অরণ্যা হুতাইত একক আর্টিস্টিক যোগাসন প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করে এবং একক ট্র্যাডিশনাল যোগাসন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে রৌপ্যপদক লাভ করে।

ত্রিপুরায় অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৭ বছর বালক বিভাগের ব্যক্তিগত আর্টিস্টিক যোগাসন প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গ বিদ্যালয় দলের নবদ্বীপ হিন্দু হাই স্কুলের ছাত্র আয়ুষ ভৌমিক রৌপ্যপদক অর্জন করে। এছাড়াও আর্টিস্টিক যোগাসনের দ্বৈত বিভাগে ঈশান কুন্ড ও জয় অধিকারী রৌপ্যপদক লাভ করে এবং দ্বৈত রিদমিক যোগাসন প্রতিযোগিতায় আয়ুষ ভৌমিক এবং স্বর্ণদ্বীপ নাথ ব্রোঞ্জপদক অর্জন করতে সমর্থ হয়।

Previous articleউপসাগরে ফের যুদ্ধের মেঘ ,  ‘যে কোনও হামলা মানেই যুদ্ধ…’, রণতরী পাঠানোর ঘোষণায় ট্রাম্পকে হুঁশিয়ারি ইরানের , বহু দেশের বিমান বাতিল
Next articleশান্তি ও জাতীয় সংহতির বার্তা নিয়ে ম্যারাথন দৌড় বনগাঁর শক্তিগড় অগ্রগামী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here