দেশের সময় ওয়েবডেস্কঃ
মহমেডান সমর্থকরা ইতিমধ্যেই বলতে শুরু করে দিয়েছেন, শেখ ওয়াসিম আক্রম মানেই ম্যাজিক। সত্যিই দলগঠনে একের পর এক চমক দিয়ে চলেছেন মহমেডান সচিব।
সোমবার ক্লাব তাঁবুতে সাংবাদিক সম্মেলন করে দ্বিতীয় ডিভিশন আই লিগের জন্য দল ঘোষণা করলেন সাদা-কালো কর্তারা। সচিব ওয়াসিম আক্রম, অর্থ-সচিব সারিক অহমেদ ছাড়াও উপস্থিত ছিলেন কিংবদন্তি সেলিম সাহেবের পুত্র রসিদ সাহেব। মূলত তিনিই দল ঘোষণা করেন। এছাড়া সাংবাদিক সম্মেলনে আরও সাদা-কালো কর্তা উপস্থিত ছিলেন। আপাতত ৩৪ জন ফুটবলারের নাম ঘোষণা করলেন মহমেডান সচিব। তবে আরও চমক রয়েছে। একজন আইএসএল খেলা স্ট্রাইকারের সঙ্গে চুক্তি চূড়ান্ত হয়ে গিয়েছে মহমেডানের।
তিন দিন পরেই নাম ঘোষণা করবে সাদা-কালো শিবির। এই বিষয়ে মহমেডান সচিব ওয়াসিম বলেন, ’৩৪ জন ফুটবলারের তালিকা আমরা প্রকাশ করলাম। তবে আরও একজন আইএসএল খেলা স্ট্রাইকারের সঙ্গে আমাদের চুক্তি চূড়ান্ত হয়ে গিয়েছে।দ্রুত এই বিষয়ে নাম ঘোষণা করব আমরা।’ এদিন সাংবাদিক সম্মেলনের পরে কঠোর নিয়ম কানুন মেনেই কৃত্তিম আলোতে প্রথম ভারতীয় দল হিসেবে অনুশীলনে নেমে পড়ল মহমেডান। সাংবাদিক সম্মেলনেই সাদা-কালো সচিব ঘোষণা করেন, অনুশীলনের সময় সাংবাদিক বা অফিসিয়ালরা মাঠে থাকতে পারবেন না। সেই মতো নিয়ম মেনেই অনুশীলন করেছে মহমেডান। এদিন, কোচ ইয়ান ল-র অধীনে উইলিস প্লাজা, কিংসলেরা অনুশীলন করেন। মঙ্গলবার সকালেই কল্যাণীতে আবাসিক শিবিরে যাচ্ছে মহমেডান। মঙ্গলবার বিকেলে দল কল্যাণীতে অনুশীলন করবে বলে জানা গিয়েছে।