দেশের সময় বনগাঁ: আমপানের পরবর্তী সময় থেকে লাগাতার বৈদ্যুতিক তারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেই চলেছে বনগাঁ জয়পুর কালীবাড়ী এলাকা সহ ফুলতলা কলোনী জুড়ে। এর ফলে গোটা জয়পুরের ২নং এবং ৩নং ওয়ার্ডে বেশির ভাগ সময় বিদ্যুৎ বিপর্যয় ঘটেই চলেছে।অন্যদিনের মতো আজ মঙ্গলবার রাতেও একই ভাবে আগুন লেগে পুড়ে যায় বৈদ্যুতিক তারের অনেকটা অংশ, দূর থেকে দেখে মনে হতে পারে কেউ যেন আতস বাজি পোড়াচ্ছে৷ আগুনের ঝলকানি দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ স্থানীয় মানুষ দমকলের অফিসে ফোন করলে দ্রুত ঘটনা স্থলে পৌঁছায় দমকলের ১টি ইঞ্জিন৷ দমকলের কর্মীরা যথেষ্ট দক্ষতার সাথে ১৫ মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলেন ৷
কিন্তু আশ্চর্যের বিষয় বনগাঁ ইলেক্ট্রিক সাপলাই অফিসে বারং বার ফোন করেও কোন উত্তর পাননি স্থানীয় মানুষ। তাঁদের অভিযোগ কোন সময় ইলেক্ট্রিক সাপলাই অফিসের টোলফ্রী নম্বরে ফোন করলে ফোন কল গ্রহণ করেন না কর্মরত কর্মীরা৷এদিনও একই ঘটনা ঘটেছে বলে তাঁদের দাবি। অনেকেই ক্ষোভের সাথে জানান বিদ্যুৎ কর্মীরা অতিরিক্ত টাকা নিচ্ছেন বিদ্যুৎ পরিষেবা দেওয়ার নাম করে অথচ বিনিময়ে জুটছে সঠিক পরিসেবা ৷ একের পর এক বাড়ির মিটার পুড়ছে , কারোবা বাড়িতে বিদ্যুৎ থাকছেনা দিনের পর দিন৷ গোটা জয়পুর যেন কখনও আগুনের গোলা আবার কখনও গাঢ় অন্ধকারে সব মানুষ যেন ভূতের মতো রাত কাটাচ্ছেন।