পিয়ালী মুখার্জী,কলকাতা:
মানিকে মাগে হিঠের সুরে মেতে উঠেছে দেশ বিদেশ। সিংহলি সুপারস্টার ইয়োহানিএবং শশীথানের গাওয়া ওই গানটির নানা ভার্সন তৈরি হয়েছে ইতিমধ্যেই। তবে দর্শকের অতিপ্রিয় ইয়োহানির গাওয়া গানটিই। অনেকেই আজও রিপিট মোডে শোনেন মন ভালো করে দেওয়া সুর। এবার ভারতে আসছেন শ্রীলঙ্কার পপ তারকা ইয়োহানি।
আগামী ৩০ সেপ্টেম্বর গুরগাঁওতে লাইভ শো রয়েছে ওইদিন বিকেল ৬টায় ট্রিলিয়াম অ্যাভিনিউয়ের একটি রেস্তোরাঁয় পারফর্ম করবেন তিনি। এছাড়াও অক্টোবর মাসের তিন তারিখ তিনি উপস্থিত থাকবেন হায়দরাবাদের গাছিবাওলি এলাকার একটি কফিশপে। এ প্রসঙ্গে ইয়োহানি ডি’ সিলভা বলেন, ‘দীর্ঘদিন ধরেই ভারতে পারফর্ম করার ইচ্ছে ছিল। এখনও বিশ্বাস হচ্ছে না যে সেই স্বপ্নপূরণ হতে চলেছে!
মানিকে মাগে হিঠে
গানটিকে ভারত যতটা ভালবাসা দিয়েছে, তা দেখে আমি বারবার মুগ্ধ হয়ে যাই।’
ব্যাক টু ব্যাক ওই শো-র টিকিট মিলছে বুক মাই শোতে। টিকিটের মূল্য ৪৯৯ টাকা। ইতিমধ্যেই ঝড়ের গতিতে বিকোতে শুরু করেছে ইয়োহানির শোর টিকিট। অর্থাৎ চোখের সামনে পছন্দের তারকাকে দেখার সুযোগ রয়েছে। পাশাপাশি, ইয়োহানির সঙ্গে একই মঞ্চে নাচতে পারবেন আপনিও! এর জন্য গানটিতে নেচে একটি ভিডিয়ো আপলোড করতে হবে আপনাকে। যা পছন্দ হলে,ইয়োহানির সঙ্গে সঙ্গে সাক্ষাতের সুযোগ মিলবে। উপরি পাওনা রকস্টারের সঙ্গে নাচ।
https://www.instagram.com/p/CUFJktOJ0zC/?utm_medium=copy_link
উল্লেখ্য, সাথীসান এবং দুলান এআরএক্স এর গাওয়া মানিকে মাঠে হিঠের অফিসিয়াল কভার সং গেয়ে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছেন ইয়োহানি। এখনও পর্যন্ত ১২৩ মিলিয়নেরও বেশি মানুষ শুনেছেন তাঁর গানটি। বর্তমানে ভিডিয়োটিতে লাইকের সংখ্যা ৪.৩ লাখ। স্বাভাবিকভাবেই এক নয়া রেকর্ড গড়েছেন ইয়োহানি। তাঁর আগে শ্রীলঙ্কার কোনও গায়িকাই মিলিয়নের গণ্ডি পেরোননি। তবে পপ তারকা সমস্ত রেকর্ড ভেঙে নয়া ইতিহাস গড়েছেন।
https://www.instagram.com/p/CUMnShGAkOb/?utm_medium=copy_link
এদিকে সম্প্রতি ভাইরাল হয়েছে মানিকে মাগে হিঠের আরও কয়েকটি ভার্সন। যেমন, ব্রিটিশ গায়ক অর্জুন নিজের ইংরেজি লিরিক্সের সঙ্গে মিশিয়েছেন ওই গানটি। মাত্র কয়েকদিনের মধ্যেই প্রায় ১০ লাখ দর্শক স্ট্রিম করেছেন ওই গানটিও। এছাড়াও একটি ভোজপুরি ভার্সন প্রকাশ্যে এসেছে, যা সুপারহিট।
চলতি সপ্তাহেই মানিকে মাগে হিঠের সঙ্গে ধনুশের রাউডি বেবি পাঞ্চ করে তা পরিবেশন করেছে নন্দী সিস্টার্স। যা মনে ধরেছে হাজার হাজার মানুষের।