Yatrisubidha : পেট্রাপোল সীমান্তে চালু হল ‘অনলাইন স্লট বুকিং’ ব্যবস্থা : দেখুন ভিডিও

0
625

আর্পিতা বনিক, পেট্রাপোল : ভারত থেকে যাঁরা বাংলাদেশে যেতে চান, তাঁদের সুবিধার জন্য পেট্রাপোল সীমান্তে চালু হল ‘অনলাইন স্লট বুকিং’ ব্যবস্থা। বৃহস্পতিবার পেট্রাপোল বন্দরে এই ব্যবস্থার সূচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে থাকা ল্যান্ড পোর্ট অথরিটি অব ইন্ডিয়ার চেয়ারম্যান আদিত্য মিশ্র। বন্দর কর্তৃপক্ষ জানান, অনলাইন স্লট বুকিং ব্যবহারের নাম দেওয়া হয়েছে, ‘যাত্রী সুবিধা।’ এখন থেকে ভারত থেকে বাংলাদেশে যেতে চেয়ে yatrisubidha.wb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে স্লট বুকিং করা যাবে। এ দিন থেকেই বুকিং শুরু হয়েছে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ। দেখুন ভিডিও

ল্যান্ড পোর্ট অথরিটি অব ইন্ডিয়ার পেট্রাপোল বন্দরের ম্যানেজার কমলেশ সাইনি বলেন, “অনলাইন বুকিংয়ের মাধ্যমে যাত্রীরা মসৃণ ও ঝঞ্ঝাটমুক্ত চলাচলের সুবিধা পাবেন। আপাতত ওয়েবসাইটের মাধ্যমে স্লট বুকিং করতে হবে। পরে অ্যাপ বা পোর্টালের মাধ্যমেও তা করা যাবে।”
বন্দর সূত্রে জানানো হয়েছে, কোনও যাত্রী বাংলাদেশে যাওয়ার এক সপ্তাহ আগে স্লট বুকিং করতে পারবেন। স্লট বুকিং হয়ে গেলে একটি রেজিস্ট্রেশন নম্বর বা টোকেন পাওয়া যাবে। ওই টোকেনই যাত্রীদের ভ্রমণ পাস। যাত্রীরা লগ ইন করতে পারবেন, মোবাইল নম্বর, হোয়াটসঅ্যাপ এবং ই-মেলের মাধ্যমে। আপাতত দিনে ১২টি স্লট বুকিং করা হবে। প্রতি স্লটে ১০০ জন করে যাত্রীর নাম নথিভুক্ত থাকবে। এই ব্যবস্থায় রোজ ১২০০ করে যাত্রী ভারত থেকে বাংলাদেশে যেতে পারবেন।

স্লট বুকিংয়ের পর নির্দিষ্ট দিন এবং নির্দিষ্ট সময়ে টোকেন নিয়ে যাত্রীদের পেট্রাপোলে আসতে হবে। বন্দরে থাকা অভিবাসন দফতরের নির্দিষ্ট কাউন্টার থাকছে। সেখানে এসে টোকেন দেখাতে হবে। এরপরে সরাসরি তাঁরা অভিভাসন দফতরের মধ্যে চলে যেতে পারবেন নথিপত্র পরীক্ষার জন্য। এর ফলে কম সময় লাগবে ।

ভারত থেকে বাংলাদেশে যাওয়া যাত্রীদের পেট্রাপোল বন্দরে আসতে হত। নথিপত্র পরীক্ষা এবং সিকিউরিটি চেকিংয়ের জন্য লাইনে দাঁড়াতে হত। দীর্ঘ সময় দাঁড়ানোর পরে অভিবাসন দফতরে ঢোকার সুযোগ মিলত। লাইনে দাঁড়িয়ে রোদ-বৃষ্টিতে দুর্ভোগে পড়তে হত অনেক সময়ে। ইদানীং অবশ্য দুর্ভোগ কিছুটা কমেছিল বলে জানালেন অনেকে। স্লট বুকিং ব্যবস্থায় সমস্যা একেবারেই থাকবে না বলে মনে করছেন বন্দর কর্তৃপক্ষ।

Previous articleOld and New Digha: নতুন নাকি পুরনো দীঘা বেশি পছন্দের? কি বলছেন পর্যটকেরা ! দেখুন ভিডিও
Next articleChandrayaan-3 : আজ সন্ধ্যা ৭টা, চাঁদের কক্ষপথে পা রাখবে চন্দ্রযান-৩

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here