World Tourism Day: ‘বিশ্ব পর্যটন দিবস’ উপলক্ষে শুরু জয় রাইড

0
353

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি: বিশ্ব পর্যটন দিবস’ উপলক্ষে স্কুল পড়ুয়াদের জন্য টয়ট্রেনে স্টিম ইঞ্জিন এর মাধ্যমে জয় রাইডের ব্যবস্থা করলো হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক।

বুধবার শিলিগুড়ির জংশন স্টেশন থেকে শুকনা স্টেশন পর্যন্ত জয় রাইডের ব্যবস্থা করা হয়। জয় রাইডের আগে এদিন একটি শোভাযাত্রার আয়োজন করে এই সংগঠন।শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে জংশন রেলওয়ে স্টেশনে এসে শেষ হয়।উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, পুরনিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, সংগঠনের সম্পাদক সম্রাট সান্যাল, চিফ এডভাইজার রাজ বসু সহ অন্যান্যরা।

Previous articlePhotography: ফোটোগ্রাফি পেশায় যুক্ত চিত্র গ্রাহকদের কাজের স্বীকৃতির দাবিতে সম্মেলন বনগাঁয়
Next articleUttarBanga News: ট্রেনে টিকিট নেই, রাস্তায় নামছে এসি রকেট বাস,বাগডোগরা থেকে চালু হচ্ছে নয়া হেলিকপ্টার পরিষেবা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here