Winter Update হাত খুলে ব্যাট করছে শীত! জাঁকিয়ে ঠান্ডা কত দিন জানান হাওয়া অফিস

0
87
পৌষালী কর দেশের সময়

কলকাতা:  হাত খুলে ব্যাট করছে শীত। বৃহস্পতিবারের থেকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়লেও ঠান্ডার মতিগতিতে ‘দিলখুশ’ বঙ্গবাসীরও।

জাঁকিয়ে শীত পড়তে শুরু করল বঙ্গে। শুক্রবার শহর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে। ভোর থেকেই ঘন কুয়াশার দাপট জেলায় জেলায়। পশ্চিমের জেলাগুলোতে শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। একাধিক জেলায় তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রির নিচে। 

শুক্রবার ১৩ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। স্বাভাবিকভাবেই ফুরফুরে মন বাঙালির।

হাওয়া অফিস জানিয়েছে আপাতত চার থেকে পাঁচ দিন এরকমই তাপমাত্রা থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২–৪ ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে। আগামী ২৪ ঘণ্টায় শৈত্যপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গের চার জেলা পুরুলিয়া, দুই বর্ধমান এবং বীরভূমে। শনি ও রবিবার শৈত্যপ্রবাহের সতর্কবার্তা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান এবং বীরভূমে। কলকাতার তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রির নিচে। রবিবার পর্যন্ত জেলাজুড়ে থাকবে শীতের শিরশিরানি। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।

সকালের দিকে কুয়াশার দাপট দেখা যেতে পারে ৩টি জেলায়। এই জেলাগুলি হলো পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া। কলকাতা-সহ অন্যান্য জেলাগুলিতেও সকালের দিকে কুয়াশা থাকতে পারে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে দৃশ্যমানতা বাড়বে। জাঁকিয়ে শীত পড়বে উত্তরবঙ্গেও। শীতের আবহে দার্জিলিং-সহ পাহাড়ে ভিড় জমাচ্ছেন বহু পর্যটক।

Previous articleOne Nation One Election Bill ‘এক দেশ, এক নির্বাচন’ বিলে সায় মোদী মন্ত্রিসভার, শীতকালীন অধিবেশনেই পেশ করা হতে পারে বিল !
Next articlePartha Chatterjee বছর শেষে সুপ্রিম কোর্টের বেনজির নির্দেশ! পার্থ চট্টোপাধ্যায় জামিন পেলেন ইডি মামলায়,১ ফেব্রুয়ারি জেল থেকে ছাড়া পাওয়ার সম্ভাবনা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here