Winter Update এমন শীত দেখেনি বঙ্গবাসী! সোয়েটার-কম্বল রেডি তো? হু হু করে নামবে পারদ ১০ ডিগ্রির নীচে!

0
135
দেশের সময় , পৌষালী কর

রাজ্যে জাঁকিয়ে শীতের পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস।

তা হলে কি আগামীকাল থেকেই শীত টের পাবে রাজ্যবাসী।?

কুয়াশার চাদরে মুড়ল রাজ্যের একাধিক জেলা। সপ্তাহান্তেই দক্ষিণবঙ্গে জাঁকিয়ে পড়তে পারে শীত। কাল থেকে পারদ নামার সম্ভাবনা। ৩দিনে কলকাতা নামতে পারে ১৫ ডিগ্রিতে। 

আপাতত রাজ্যে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। সকালের দিকে কুয়াশা থাকলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ফলে অবাধ উত্তুরে হাওয়ায় পারদ অনেকটাই নামবে। রাজ্য জুড়েই তাপমাত্রা আগামী কয়েকদিনে ধীরে ধীরে নামবে। তিন দিনে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

শনিবার শীতের আমেজ অনেকটাই বাড়বে কোথাও কোথাও জাঁকিয়ে শীতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপ ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। এর অভিমুখ থাকবে শ্রীলঙ্কা উপকূলের গা ঘেঁষে তামিলনাড়ু উপকূলের দিকে। তবে এর জেরে রাজ্যে শীতল বায়ু প্রবেশে বাধা থাকবে না।  রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে। বুধবার থেকেই ধীরে ধীরে নামবে পারদ।

সপ্তাহের শেষে বেশ কিছুটা নামবে তাপমাত্রা। শনিবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি পারদ পতনের ইঙ্গিত। সপ্তাহান্তে কলকাতায় ১৫ ডিগ্রির নিচে নামতে পারে পারদ এবং পশ্চিমের জেলায় দশ ডিগ্রির নীচে তাপমাত্রা। সকালের দিকে বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে তিন জেলায়। হাওয়া অফিস জানিয়েছে ঘন কুয়াশার দাপট থাকবে মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায়।

দৃশ্যমানতা ২০০ মিটারের মধ্যে থাকতে পারে। নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলি জেলাতেও থাকবে মাঝারি কুয়াশা। অন্যদিকে উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপটে সড়ক চলাচল ও বিমান চলাচলে ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। চার জেলাতেই থাকবে ঘন কুয়াশা। কলকাতাবাসীর জন্যও রয়েছে সুখের খবর। গত ২৪ ঘন্টায় তাপমাত্রার পারদ নেমেছে ২ ডিগ্রি। সকালে কুয়াশা থাকলেও সারাদিনই তাপমাত্রা থাকবে স্বাভাবিকের নিচে।

ফলে বাড়বে শীতের আমেজ। শনিবারের মধ্যে আরও দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পারদ নামতে পারে। সপ্তাহের শেষে জমিয়ে শীতের আমেজ মিলবে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ২৫.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬১ থেকে ৯৭ শতাংশ। ফলে জমিয়ে শীতের আমেজ উপভোগের এটাই সেরা সময়।  

ঘন কুয়াশার দাপটে সড়ক চলাচল ও বিমান চলাচলে ব্যাহত হওয়ার আশঙ্কা। দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে। চার জেলাতে ঘন কুয়াশা। বাকি চার জেলাতেও সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দু এক জায়গায়। দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে কুয়াশার সতর্কবার্তা। বেশিরভাগ জায়গায় দৃশ্যমানতা ২০০ মিটারের মধ্যে। দু-এক জায়গায় দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে যেতে পারে। 

শহরে ২ ডিগ্রি নেমেছে রাতের তাপমাত্রা।  রাত ও দিনের দুই তাপমাত্রাই স্বাভাবিকের নিচে। শীতের আমেজ বাড়ছে। শনিবারের মধ্যে আরও ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পারদ নামতে পারে। সপ্তাহের শেষে ফিরবে জমিয়ে শীতের আমেজ। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬১ থেকে ৯৭ শতাংশ।

শৈত্য প্রবাহের পরিস্থিতি জম্মু-কাশ্মীর, লাদাখ, মোজাফফরাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড, পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি, রাজস্থান উত্তরপ্রদেশ, সৌরাষ্ট্র, কচ্ছ। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা তামিলনাডু, পন্ডিচেরি, কড়াই কালে। ঘন কুয়াশার দাপট হিমাচল প্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খন্ড, সিকিম, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরাতে।

Previous articleWeather Update ঘন কুয়াশা, কনকনে হাওয়ায় জাঁকিয়ে শীতের দাপট বাড়বে বাংলায়! জানাল আলিপুর
Next articleOne Nation One Election Bill ‘এক দেশ, এক নির্বাচন’ বিলে সায় মোদী মন্ত্রিসভার, শীতকালীন অধিবেশনেই পেশ করা হতে পারে বিল !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here