Winter Update আসছে হাড়কাঁপানো শীত!প্রথম ইনিংসেই কাঁপুনি ধরাচ্ছে পুরুলিয়া

0
114
হীয়া রায় দেশের সময়

সপ্তাহান্তে রাজ্য জুড়ে আরও নামল তাপমাত্রার পারদ। শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বোঝাই যাচ্ছে, শীত এসে গিয়েছে প্রায়। সপ্তাহান্তেও রাজ্য জুড়ে পড়বে শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই ধরনের আবহাওয়া এখন সাত দিন চলবে।হু হু করে বইছে উত্তুরে হাওয়া।

 অর্থাৎ তাপমাত্রা এখন বেশ কয়েকদিন এরকমই থাকবে। তারপর আরও কমার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েকদিনে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে রাতের তাপমাত্রা কমতে পারে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। তারপরে অবশ্য তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। সকালের দিকে উত্তরবঙ্গে ঘন কুয়াশা পড়বে। দক্ষিণের মালদা, উত্তর দিনাজপুরেও ভোরের দিকে দাপট চালাবে কুয়াশা।

সেই বিষয়ে ইতিমধ্যেই সাধারণ মানুষকে সাবধানে চলাফেরা করার নির্দেশ দেওয়া হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে। সপ্তাহান্তে শহর কলকাতায় রাতের দিকে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানানো হয়েছে। গোটা উইকেন্ড জুড়েই শহরে শীতের আমেজ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

উত্তরবঙ্গের দুই জেলায় সকাল থেকেই দেখা যাচ্ছে ঘন কুয়াশার দাপট। মালদা ও উত্তর দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা বেশি থাকছে। শনিবারের পাশাপাশি রবিবারও বিহার সংলগ্ন এই দুই জেলায় ঘন কুয়াশার সতর্কতা থাকছে। দৃশ্যমানতা কমে ৫০ থেকে ২০০ মিটার হতে পারে।

অন্যদিকে দক্ষিণবঙ্গের চার জেলায় মাঝারি কুয়াশা। সকালের দিকে সব জেলাতেই হালকা কুয়াশা ও ধোঁয়াশার দেখা মিলছে। মাঝারি কুয়াশা পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে। আগামী ৭দিন একইরকম থাকতে পারে আবহাওয়া। তবে আপাতত বৃষ্টির কোনও পূর্বভাস নেই।

গত ২৪ ঘণ্টায় পুরুলিয়াতে ১৪ ডিগ্রির ঘরে ছিল পারদ। হাওয়া অফিস বলছে আগামী দু থেকে তিন দিনে আরও কিছুটা নামবে পারা। আর সবটাই হচ্ছে উত্তরে হাওয়ার কারণে। এদিন ভোর-সকালের দিকে উনিশের ঘরে নেমে যায় কলকাতার পারদ।

আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। তবে শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস। রাতের তাপমাত্রার ক্ষেত্রেও উল্লেখযোগ্য পারাপতন দেখা যাচ্ছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ঘোরাফেরা করছে ৩৯ থেকে ৯৩ শতাংশের আশপাশে। 

Previous articleRail Blockade : সাত সকালে বনগাঁ শাখায় চরম বিভ্রাট , লাঠিচার্জ করে অশোকনগর স্টেশনে অবরোধ তুলল জিআরপি
Next articleFire in Kolkataগভীর রাতে কলকাতার নিমতলা ঘাটের কাছে কাঠের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমকলের ২০ ইঞ্জিনের চেষ্টায় পরিস্থিতি এল নিয়ন্ত্রণে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here