Winter Update জাঁকিয়ে শীত পড়বে কবে থেকে? জানুন আবহাওয়ার আপডেট

0
88
হীয়া রায় , দেশের সময়

বাংলায় হালকা শীতের স্পেল চলছে। ভোরবেলায় জেলায় জেলায় রয়েছে কুয়াশার দাপট। যদিও উত্তর থেকে দক্ষিণবঙ্গের কোথাও ঘন কুয়াশা নেই। জেলায় জেলায় রয়েছে হালকা কুয়াশা।

বৃহস্পতিবার বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে। এর কতটা প্রভাব পড়বে বাংলায়? 

আগামী কয়েকদিন রাজ্যে তাপমাত্রার বড়সড় পরিবর্তন হবে না। এদিকে রয়েছে নিম্নচাপের ভ্রূকুটি। তাহলে কি শীতের আগে ঘূর্ণিঝড় বাধা হয়ে দাঁড়াবে, সেই প্রশ্ন উঠে গেছে। যদিও হাওয়া অফিসের পূর্বাভাস, আপাতত শীত পড়তে দেরি হচ্ছে বলে মনে হলেও বেশি দিন অপেক্ষা করতে হবে না রাজ্যবাসীকে। 

মৌসম ভবন সূত্রে খবর, আজ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হলে আগামী দু’দিনের মধ্যে তা নিম্নচাপে পরিণত হবে। নিম্নচাপ গভীর নিম্নচাপেও পরিণত হতে পারে। তারপর শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা এখনও জানা যায়নি। তবে এই ঘূর্ণাবর্ত ৪৮ ঘণ্টায় পশ্চিম, উত্তর-পশ্চিম দিকে সরবে। ফলে চলতি সপ্তাহে শনিবার পর্যন্ত বাংলায় কোনও প্রভাব ফেলবে না।

স্পষ্ট আভাস মিলেছে, উত্তুরে হাওয়ার মনোরম পরিবেশ তৈরি হয়েছে বাংলায়। পারদ পতন বেশ কিছুটা হয়েছে। পশ্চিমের জেলায় পারদ পতন একটু বেশিই হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের পশ্চিমের প্রায় সব জেলাতেই ১৫ ডিগ্রি নীচে নেমে গেছে তাপমাত্রা। 

এক কথায় শীতের আমেজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই পাওয়া যাচ্ছে।  এরকমই তাপমাত্রা থাকবে আগামী পাঁচ-ছ’দিন। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে বেশ কিছু জেলায়। ওদিকে উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় সকালের দিকে কুয়াশার চাদর থাকবে। তবে বেলা বাড়লে পরিষ্কার আকাশের সম্ভাবনা। 

কলকাতায় আগামী কয়েক দিন খুব একটা তাপমাত্রা হেরফের হওয়ার সম্ভাবনা কম। নতুন করে তাপমাত্রা খুব বেশি নামার সম্ভাবনাও নেই। আগামী ৪-৫ দিন ১৯ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশেই থাকবে কলকাতার তাপমাত্রা। সকাল ও রাতে হালকা শীতের আমেজ মিলবে। 

চলতি সপ্তাহে বাংলার কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার থাকবে। শুষ্ক আবহাওয়া থাকবে সব জেলায়। আজ, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গতকালের তুলনায় সামান্য বেশি। হাওয়া অফিস জানিয়েছে, আপাতত কলকাতা ও সংলগ্ন এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। আগামী পাঁচদিন তাপমাত্রার কোনও তারতম্য হবে না। 

এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, উত্তর দিনাজপুর এবং দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে কুয়াশার দাপট বেশি থাকবে। আপাতত কুয়াশার হাত থেকে মুক্তি মিলবে না রাজ্যবাসীর। কুয়াশার জেরেই চলতি মাসে জাঁকিয়ে শীতের দেখা মিলবে না।

Previous articleLogina Salah Creates History: মিস ইউনিভার্স 2024-এ ভিটিলিগো সহ প্রথম প্রতিযোগী হিসাবে ইতিহাস গড়েছেন লগিনা সালাহ , আত্মবিশ্বাসের কাছে হার শ্বেতি-র
Next articleModel Casting Call for Calendar Shoot 2025.Present by SIAM LOGISTICS Pvt.Ltd

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here