Winter In West Bengal: শীতের পথে কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা,আজ থেকেই চড়বে পারদ, বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়?

0
687

দেশের সময় ওয়েবডেস্কঃ ভরা শীতেও আবহাওয়ার খামখেয়ালিপনা। জাঁকিয়ে ঠান্ডা পড়েও পড়ল না। সৌজন্যে পশ্চিমি ঝঞ্ঝা। যার নির্যাস, বড়দিনে বাড়ছে তাপমাত্রা পারদ।

আলিপুরের হাওয়া অফিস জানিয়েছে, বর্ষশেষে জাঁকিয়ে ঠান্ডা পড়ার কোনও পূর্বাভাস নেই। বরং উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টি হতে পারে হালকা। ফলে যাঁরা দার্জিলিং বেড়াতে যাচ্ছেন, তাঁরা আগে থেকেই প্রস্তুত থাকুন, বৃষ্টি পেতে পারেন।

দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কিন্তু দুঃখের খবর হল, তাপমাত্রার পারদ চড়া শুরু হবে আজ থেকে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে গড় তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি।
 

জাঁকিয়ে বসার পরও শীতের লাগাম কিছুটা শিথিল হওয়ার জন্য দায়ী উত্তর-পশ্চিম ভারতের পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমী ঝঞ্ঝা শৈত্যপ্রবাহে বাধার সৃষ্টি করেছে। যার জেরে গত কয়েক দিনে তাপমাত্রা বেড়েছে উত্তর এবং উত্তর-পশ্চিম ভারতে। তার কিছুটা প্রভাব পড়ছে আমাদের রাজ্যেও। কিন্তু উত্তুরে বাতাস যখন ফের বাধাহীন ভাবে বইতে শুরু করবে, তখন ফের ঠান্ডা বাড়বে।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ থাকবে পরিষ্কার। সকালের দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা হবে ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।

দুটো পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করবে। ফলে ঠান্ডা হাওয়া বাধা পাবে। যার জেরে রাতের তাপমাত্রা বাড়বে। ২৫ ডিসেম্বর তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসসে পৌঁছে যেতে পারে। যা স্বাভাবিকের চেয়ে বেশি। জাঁকিয়ে শীত বলতে যা বোঝায়, বছর শেষে না থাকারই সম্ভাবনা৷
 

 

Previous articleBangladesh Launch Fire: মাঝরাতে বাংলাদেশের লঞ্চে ভয়াবহ আগুন ,নিহত অন্তত ১৬, আহত ৪৮, নিখোঁজ বহু যাত্রী
Next articleOmicron: ফের কলকাতায় ওমিক্রন আক্রান্তের হদিশ মিলল, ডাবলিন থেকে ফিরে সংক্রমিত যুবক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here