Winter 2022:শীতের শুরু বাংলায়! আগামী কয়েকদিন রাজ্যে আবহাওয়া কেমন থাকবে, জানুন

0
705

দেশের সময় ওয়েবডেস্কঃ রবিবার সকালে ২০ ডিগ্রির অনেকটাই নীচে নামল কলকাতার পারদ। কলকাতার তাপমাত্রা আজ, ১৮-র ঘরে। ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। আগামী চার-পাঁচ দিন কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে থাকবে। সকাল সন্ধ্যায় শীতের আমেজ কলকাতায়।

নভেম্বরের সকালেই ডিসেম্বরের আমেজ! পশ্চিমি ঝঞ্ঝা কেটে যেতেই শীতের শিরশিরানি টের পাচ্ছে বাঙালি। সূত্রের খবর, ইতিমধ্যেই রাজ্যের পশ্চিমের জেলাগুলি, অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূমে ঠান্ডা পড়তে শুরু করেছে। আগামী চার-পাঁচদিন সেখানে এই ঠান্ডা বজায় থাকবে।

আগামী কয়েকদিন কুড়ির নীচেই থাকবে শহরের তাপমাত্রা। সবমিলিয়ে বলা যেতে পারে, আজ থেকেই শীত পড়ে গেছে কলকাতায়।

মনে করা হচ্ছে, আগামী দু-তিনদিনে জেলাগুলিতে তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রিতেও নামতে পারে। বিহার এবং ঝাড়খণ্ড লাগোয়া বাংলার জেলাগুলিতে শীত যেমন বাড়বে, তেমনই পারদ পতন হবে উত্তরেও। পশ্চিমী ঝঞ্ঝা চলে যেতেই উত্তর-পশ্চিমের শীতল ও শুষ্ক হাওয়ায় রাজ্যে শীতের শুরু হল বলাই চলে। বাতাসে জলীয় বাষ্প কমে যাওয়ায় এই আবহাওয়া আগামী কয়েকদিন বজায় থাকবে।

অন্যদিকে আজ ফের নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। এর ফলে আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টি ও তুষারপাতের সমূহ সম্ভাবনা রয়েছে জম্মু-কাশ্মীর, লাদাখ, উত্তরাখণ্ড, হিমাচলপ্রদেশে। আবার এই পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব দিকে এলে দার্জিলিং, কালিম্পং এবং সিকিমেও তুষারপাত হতে পারে।

এছাড়াও বঙ্গোপসাগরে আবার নিম্নচাপের সম্ভাবনা দেখা দিয়েছে। আগামী ১৬ নভেম্বর এই নিম্নচাপ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরের সংযোগস্থলে অবস্থান করবে। এরপর সেটি আরও শক্তিশালী হয়ে তামিলনাড়ু এবং পুদুচেরি উপকূলের দিকে ধেয়ে যাবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

পূর্ব ভারতের সব রাজ্যের তাপমাত্রা নামছে। বিহার এবং ঝাড়খন্ড লাগোয়া বাংলার জেলাগুলিতে বেশি তাপমাত্রা নামার সম্ভাবনা অর্থাৎ শীত আরও বাড়বে। পশ্চিমী ঝঞ্ঝা চলে যেতেই উত্তর-পশ্চিমের শীতল হাওয়ায় শীতের শুরু বঙ্গে। জলীয় বাষ্প কমে যাওয়ায় শীতল ও শুষ্ক আবহাওয়া৷

পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব দিকে এলে দার্জিলিং, কালিম্পং এবং সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা থাকবে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপটি কেরল উপকূলে দক্ষিণ-পূর্ব ও পূর্ব মধ্য আরব সাগরের অবস্থান করছে। এর প্রভাবে রবিবার কেরল ও মাহে-সহ সংলগ্ন এলাকায় ৷

পূর্ব ভারতের রাজ্যগুলিতেও দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের। ফের বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা। ১৬ নভেম্বর বুধবার এই নিম্নচাপ হতে পারে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরের সংযোগস্থলে।

Previous articleBagdaNews: পাখির চোখ পঞ্চায়েত ভোট,বাগদায় বিশ্বজিতের অগ্নিপরীক্ষা!
Next articleTelangana: ভয়াবহ পথ দুর্ঘটনা তেলেঙ্গানায়! ট্র্যাক্টর-লরির মুখোমুখি সংঘর্ষ, মৃত ৫

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here