Weather Updateহোলির সন্ধ্যায় বজ্রপাত, ভিজল কলকাতা সহ দক্ষিণবঙ্গ

0
210

দেশের সময় কলকাতা :‌ দোলের সন্ধেয় বৃষ্টিতে ভিজল কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা।সন্ধ্যা ৬টার পর থেকে উত্তর থেকে দক্ষিণ কলকাতার কিছু অংশে বৃষ্টি হয়েছে ।হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টাতেও কলকাতায় বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে।

সোমবার রাত থেকে বৃষ্টি হতে পারে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। মঙ্গলবার থেকে আবার কলকাতা, হাওড়া-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী পাঁচদিন এ রকমই থাকবে আবহাওয়া। তবে বৃষ্টি হলেও আবহাওয়াজনিত অস্বস্তি বজায় থাকবে।

আবহবিদরা জানাচ্ছেন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে। পাশাপাশি বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে দক্ষিণমুখী বায়ুর সঙ্গে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। তাতেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তবে বৃষ্টির ফলে তাপমাত্রার বড় কোনও হেরফের হওয়ার সম্ভাবনা নেই। বরং কয়েকটা দিন পর ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

এদিকে সোমবার থেকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বিস্তীর্ণ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বৃষ্টি হতে পারে সোম এবং মঙ্গলবার। 

Previous articleHoli: ত্বক, চোখ বাঁচিয়ে দোল উৎসবে মাতুন
Next articleBJP: কীর্তনের আসরকে সঙ্গী করেই প্রচার শুরু বারাসতের বিজেপি প্রার্থীর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here