West Bengal Weather Update: সপ্তাহান্তে ফের দুর্যোগ? কী হাওয়া অফিস জানুন

0
668

দেশের সময় ওয়েবডেস্কঃ কলকাতা সহ রাজ্যের বিস্তীর্ণ এলাকা এখনও জলমগ্ন। বানভাসি পরিস্থিতি সৃষ্টি হয়েছে রাজ্যের বিভিন্ন এলাকায়।

এদিকে এখনও বৃষ্টির যেন কোনও বিরাম নেই। অঝোর ধারায় সে ঝড়ে চলেছে। গতকালও কলকাতা ও শহরতলিতে দুপুরের পর থেকেই ঝেঁপে বৃষ্টি হয়েছে। 

বুধবার ভবানীপুর উপনির্বাচনের প্রচারে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেন, ”এরকম বৃষ্টি আগে কখনো হয়নি। ত্রিশ বছরে কেউ দেখেনি এমন বৃষ্টিপাত৷
 

ইতিমধ্যে  দুই মেদিনীপুরের একাধিক এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বিঘার পর বিঘা চাষের জমি জলের তলায়। 
 

এসবের মধ্যে চলতি সপ্তাহের শেষভাগে ফের বৃষ্টির পূর্বভাস দিচ্ছে হাওয়া অফিস। কারণ সেই নিম্নচাপের ঘনঘটা বঙ্গোপসাগরে। 
 

হাওয়া অফিসের পূর্বাভাস, এখনও দুর্যোগ শেষ হয়নি। সপ্তাহের শেষে বঙ্গোপসাগরের উপরে জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হবে।  আর সেই কারনে রবিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টি হবে। পশ্চিমাঞ্চলের জেলাগুলি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে বৃষ্টিতে।

আবহাওয়া দফতর জানিয়েছে  এবার মায়ানমার উপকূলে একটি ঘূর্ণাবর্ত  অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তেরহ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে উত্তর-পূর্ব এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ  তৈরির হতে পারে  ২৪ সেপ্টেম্বর শুক্রবার বিকেল নাগাদ। 

নিম্নচাপ তৈরির ৪৮ ঘন্টার মধ্যে এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ওড়িশার দিকে যেতে পারে বলে মনে করছেন  আবহাওয়া দফতর। এর প্রভাব পড়তে চলেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেও। ফলে রবিবার থেকে ফের কলকাতা সহ রাজ্যের উপকূলবর্তী জেলা গুলিতে ঝেঁপে নামবে বৃষ্টি। নতুন করে মহানগর জলমগ্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

হাওয়া অফিস বলছে বৃহস্পতিবার   দক্ষিণবঙ্গের পুরুলিয়া, ঝা়ড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 
 

 ২৪ সেপ্টেম্বর শুক্রবার আপাতত দক্ষিণের কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 

উত্তরবঙ্গে এদিন সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আর শুক্রবার আপাতত কোনও জেলাতেই  ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে কোথাও কোথাও বর্ষার বৃষ্টি হতে পারে। 
 

কলকাতা আশপাশের এলাকায় আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে আজ  আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে।  হাওয়া অফিস সূত্রে খবর, আজ সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

 আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা  ২৫.৯  ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা২৮.৬  ডিগ্রি  ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ৪  ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ  ৯৮   শতাংশ। সর্বনিম্ন  ৯১   শতাংশ। 

নিম্নচাপ তৈরির জেরে ২৬ ও ২৭ তারিখ বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি, কলকাতা এবং হাওড়া জেলায়।
 

সাগরে  নিম্নচাপের আবহে ২৫ সেপ্টেম্বর নাগাদ ঘন্টায় ৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই কারণে মৎস্যজীবীদের শনিবার থেকে পরবর্তী নোটিস না দেওয়া পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আর যাঁরা ইতিমধ্যেই গভীর সমুদ্রে গিয়েছে, তাঁদেরকে শুক্রবার  রাতের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে।

Previous articleDaily Horoscope চাকরি থেকে ব্যবসা, স্বাস্থ্য থেকে পরিবার, কেমন যাবে আপনার আজকের দিন? জানুন আজকের রাশিফল
Next articleপুজোর আগেই হাসিনা সরকারের উপহার, বাঙালির পাতে এবারও ওপার বাংলার পদ্মার ইলিশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here