West Bengal Weather Update: উধাও শীতের আমেজ,বৃষ্টিতে ভিজতে চলেছে বঙ্গের এই জেলাগুলি

0
382

দেশের সময় ওয়েবডেস্কঃ নতুন করে নিম্নচাপের আশঙ্কা বঙ্গোপসাগরে। দক্ষিণ বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা শনি থেকে রবিবারের মধ্যে। এই নিম্নচাপটি উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোবে।

নিম্নচাপের জেরে বাড়ছে তাপমাত্রা। ফলে শীতের আমেজ কিছুটা হলেও কমেছে। আগামী ২-৩ দিন আবহাওয়া এমনটাই থাকবে বলে জানাল হাওয়া অফিস।

আবহাওয়া দফতর জানিয়েছে ১৩ তারিখ থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ২-১ জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। ১৪ তারিখ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। 

১৪ তারিখ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। হুগলি , হাওড়া, দুই ২৪ পরগনা, কলকাতা, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।

একই সঙ্গে উত্তরবঙ্গেও শীতের আমেজ কমবে। সপ্তাহান্তে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। দার্জিলিংয়ের হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।উত্তরবঙ্গে শীতের আমেজ থাকবে। সপ্তাহান্তে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। দার্জিলিংয়ের হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।

১৫ তারিখ বৃষ্টি আবার কমে যাবে। সোমবার হাল্কা বৃষ্টিপাত হবে এই জেলাগুলিতে। 
তাপমাত্রা এই কদিন কিছুটা বাড়বে। রাতের দিকে তাপমাত্রা ১-২ ডিগ্রি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। 

কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি, সেটা বেড়ে হয়েছে ২১ ডিগ্রি। 
আগামী ২-৩ দিন আবহাওয়া এমনটা থাকবে। আকাশ মেঘলা থাকবে। 

উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে রাতের তাপমাত্রা উত্তরবঙ্গে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

Previous articleFinancial Horoscope:লাভ- ক্ষতি, আয় – ব্যয়, অর্থনৈতিক দিক দিয়ে কেমন কাটবে আপনার আজকের দিন? জানুন
Next article‘…চামড়া গুটিয়ে নেব’, কোন্দল রুখতে কড়াবার্তা বনগাঁর তৃণমূল নেত্রীর , ভাষা সংযত করা দরকার বললেন শঙ্কর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here