দেশের সময় ওয়েবডেস্কঃ সবে মাত্র শীতের আমেজে গা ভাসাতে শুরু করেছে বঙ্গবাসী। ডিসেম্বরের শুরুতেই ভঘূর্ণিঝড়ের ভ্রূকুটি দেখা দিয়েছে বঙ্গোপসাগরের মাঝে। ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস গাঙ্গেয় বাংলায়।
আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, থাইল্যান্ডের কাছে একটি নিম্নচাপ তৈরি হয়েছে সমুদ্রে। সেই নিম্নচাপই ধীরে ধীরে ঘূর্ণিঝড়ের রূপ নেবে, এগিয়ে আসবে বাংলার দিকে। নতুন এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে জাওয়াদ। সৌদি আরবের দেওয়া এই নামের অর্থ উদার বা মহান। আপাতত জাওয়াদের দাপটে শীতের দফারফা হতে চলেছে, বলাই বাহুল্য।
দক্ষিণ থাইল্যান্ডের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ক্রমশ দক্ষিণ আন্দামান সাগরে ঢুকবে। আজ, বুধবার এটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ রূপে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমশ দক্ষিণ-পূর্ব পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে । শক্তি সঞ্চয় করে সেখানেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে এই গভীর নিম্নচাপ। ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ (Cyclone Jawad)।
ঘূর্ণিঝড় ধেয়ে আসছে ওড়িশা উপকূলের দিকে। এর প্রভাবে বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া । সপ্তাহান্তে শনি ও রবিবার উপকূলের জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সর্তকতা রয়েছে । কলকাতাতেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দফতর ।
এই ঘূর্ণিঝড়ের অভিমুখ হবে উত্তর-পশ্চিম দিকে। আগামী শনিবার সকালে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের উপকূলে ঘূর্ণিঝড় জাওয়াদ আছ্রে পড়ার সম্ভাবনা রয়েছে। তার অবশ্যম্ভাবী প্রভাব পড়বে বাংলার উপকূলেও।
আলিপুরের আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে দক্ষিণবঙ্গ সংলগ্ন উপকূলে সমুদ্র উত্তাল হয়ে উঠবে। শনিবার সকালে ঘণ্টায় ৬৫ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও মনে করা হচ্ছে। এর ফলে যথারীতি মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আগামী শুক্রবার থেকে রবিবার পর্যন্ত সমুদ্রে যেতে পারবেন না তাঁরা। শুক্রবারের মধ্যেই যাঁরা গেছেন তাঁদের ফিরে আসতে হবে।
এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি এবং উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনি ও রবিবার ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। সতর্ক থাকতে বলা হয়েছে দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনাকে।
ডিসেম্বরের প্রথম সপ্তাহের শেষ দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া কাটবে বলে অনুমান আবহাওয়াবিদদের।
শুক্রবার আবহাওয়ার পরিবর্তন হবে। উপকূলের দুই জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে কিছুটা দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি বাড়বে শনিবার। সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট।
এর প্রভাবে বাংলার উপকূলে সমুদ্র উত্তাল হবে। শনিবার সকালে সমুদ্র উপকূলে বাতাসের গতিবেগ ৬৫ থেকে ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে। মৎস্যজীবীদের সতর্কবার্তায় আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধ। যারা সমুদ্রে রয়েছেন, তাদের বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।