West Bengal Weather Update: কাঁপন ধরাচ্ছে শীত, আগামী ৪৮ ঘণ্টায় পারদ আরও নামবে জানুন আবহাওয়ার পূর্বাভাস

0
535

দেশেরসময় ওয়েবডেস্কঃ আজ পৌষমাসের তৃতীয় দিন। মাত্র তিন দিনেই ঝোড়ো ব্যাটিং চালাচ্ছে শীত। হাওয়া অফিস জানাচ্ছে, নয়া সপ্তাহে আকাশ মূলত পরিষ্কার থাকবে। আগামী তিন দিন অর্থাৎ ২০ থেকে ২২ ডিসেম্বর আরও এক থেকে দু’ ডিগ্রি কমবে তাপমাত্রা। এমন সম্ভাবনার কথাই জানিয়েছে আলিপুর। জানা গিয়েছে, ওই তিনদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩-২২ ডিগ্রি সেলসিয়াস।

সরকারি ভাবে শীত এখনও আসেনি। তবে গত বেশ কয়েকদিন ধরে রাজ্য়ে ঠান্ডা রয়েছে। ফলে এই আবহাওয়া ভালই অনুভব করছেন মানুষ। 

আবহাওয়া দফতর সূত্রে পূর্বাভাস, আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা ৩ ডিগ্রি পতন হতে পারে। তার সঙ্গে অবাধ উত্তর-পশ্চিমের হাওয়ায় জাঁকিয়ে শীতের পরিস্থিতি মঙ্গলবারের মধ্যেই।

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকালের দিকে সামান্য কুয়াশা থাকতে পারে।

ফলে গোটা রাজ্যজুড়ে জাঁকিয়ে শীতের মরসুম নতুন সপ্তাহেই। হাওয়া অফিসের পূর্বাভাস, রাজ্যে এবার জাঁকিয়ে শীতের সম্ভাবনা। গোটা উত্তর ও উত্তর-পূর্ব ভারতের মতোই এখানেও শীত পড়তে চলেছে।

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। জেলায় ১১ ডিগ্রি সেলসিয়াসের নীচে পারদ। 

এবার দেখে নেওয়া যাক আগামী কয়েকদিন কলকাতার আবহাওয়া কেমন থাকতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, মহানগরীর আকাশ থাকবে পরিষ্কার।

কাল, সোমবার সর্বনিম্ন তাপমাত্রা আরও একটু কমতে পারে। এবং তা পৌঁছে যেতে পারে ১২ ডিগ্রি সেলসিয়াসে। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।

উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে থাকবে শুষ্ক প্রকৃতির আবহওয়া। আগামী কয়েকদিন বাংলার আবহাওয়ার ছবি এমনই থাকার কথা। 

আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, রবিবার থেকেই জাঁকিয়ে শীত পড়বে কলকাতায়। তার পাশাপাশি জেলাগুলিতেও প্রবল শীতের সম্ভাবনা। উত্তরবঙ্গেও শীতের দাপট শুরু হয়ে গিয়েছে।

এই শীতের আমেজে, রবিবার ছুটির দিনে ইচ্ছে থাকলেও চিড়িয়াখানা-সহ কলকাতার কোনও দ্রষ্টব্য স্থানেই প্রবেশাধিকার থাকছে না দর্শকদের৷ কারণ রবিবার কলকাতায় পুরভোট৷

আলিপুর আবহাওয়া অফিস সূত্রবলছে,২৪ ডিসেম্বর শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ১৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস। ২৫ ডিসেম্বর অর্থাৎ বড়দিনেও শীতের দাপট অব্যাহত থাকবে।

Previous articleDesher Samay ePaper দেশের সময় ই পেপার
Next articleKMC Election 2021: বেনজির কড়াকড়ির মধ্যে কলকাতায় পুরভোটে ৩৬ নম্বর ওয়ার্ডে বুথের সিসিটিভি বন্ধের অভিযোগ কংগ্রেস প্রার্থীর, অস্বীকার তৃণমূলের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here