দেশের সময় ওয়েবডেস্কঃ হোলির পরদিন আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। যদিও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে রোদের তেজ বাড়বে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তবে কিছু কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানাচ্ছে হাওয়া অফিস। কিন্তু, তাতেও জ্বালাপোড়া গরমের হাত থেকে রেহাই মিলবে না।
বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা শহরের আকাশ আংশিক মেঘলা। তবে বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত কম। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ২৬ থেকে ৮৬ শতাংশের মধ্যে ।
হাওয়া অফিসের পূর্বাভাস মোতাবেক, মালদা, মুর্শিদাবাদ এবং বীরভূম সহ বিহার বা ঝাড়খণ্ড লাগোয়া কিছু জেলায় বিক্ষিপ্তভাবে দু’এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে বজ্রপাতও। পার্বত্য দুই জেলা দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি রাজ্যে আপাতত বৃষ্টির সম্ভাবনা কম। রাতে এবং ভোরের দিকে সহনীয় পরিস্থিতি থাকলেও বেলা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তি তৈরি হচ্ছে।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ১১ মার্চের পর দিনের তাপমাত্রা আরও বাড়বে। মার্চের মাঝামাঝি রীতিমতো উষ্ণ আবহাওয়ার পূর্বাভাস। লু বইতে পারে রাজ্যে। এদিকে, এটাই ছিল সাম্প্রতিক অতীতের উষ্ণতম ফেব্রুয়ারি। চলতি মার্চেও তাপমাত্রার পারদ রেকর্ড ভাঙবে। ফলে উষ্ণ ফেব্রুয়ারির পর এবার উষ্ণ মার্চের সাক্ষী থাকতে চলেছে বাংলা। পশ্চিম ভারতের যেভাবে লু চলে সেভাবেই শুষ্ক ও উষ্ণ হাওয়া বইবে রাজ্যের একাধিক জেলায়। দিল্লির মতো আবহাওয়া তৈরি হতে পারে রাজ্যে। ১১ মার্চের পর দিনের তাপমাত্রা আরও বাড়বে।
আই এমডি(IMD) সূত্রে খবর, দেশের প্রায় সমস্ত রাজ্যেই মার্চে তাপমাত্রা থাকবে স্বাভাবিকের উপরে। উত্তর পশ্চিম ভারতের একাধিক রাজ্যে গরম উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। পশ্চিমবঙ্গে খরার সম্ভাবনা আছে বলেও মনে করছেন আবহাওয়াবিদদের একাংশ । মার্চেই তাপপ্রবাহের ইঙ্গিত দিচ্ছেন তাঁরা। পরিস্থিতি আরও অস্বস্তিকর হবে মার্চের মাঝামাঝি। চলতি মরশুমে ব্যাপক গরমের ইঙ্গিত দিয়েছেন আবহাওয়াবিদরা। যা বসন্তেই কিছুটা টের পেতে শুরু করেছে রাজ্যবাসী।
ঝাড়খণ্ডে দমকা হাওয়া আর ওড়িশাতে ঘূর্ণাবর্ত। এর ফলে ঝাড়খন্ড এবং ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ। বৃহস্পতিবার ও শুক্রবার এই রাজ্যের পশ্চিমের জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে রবিবার পর্যন্ত।
তাপমাত্রা ক্রমশ বাড়বে দেশজুড়ে ইতিমধ্যেই হিট ওয়েভ বা তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে কঙ্কন ও গোয়া এলাকায়। আগামী ২৪ ঘন্টার জন্য এই সতর্কবার্তা রয়েছে। উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে রবিবার পর্যন্ত তাপমাত্রা বাড়বে দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস।