দেশের সময় ওয়েবডেস্কঃ দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া চলছে। রাতের দিকে এবং ভোরের বেলা হালকা শীতের অনুভূতি থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা উধা্ও হচ্ছে। বলতে গেলে রাজ্য থেকে শীত প্রায় বিদায় নিয়েছে।
তবে শীতের বিদায় মুহূর্ত হাজির হলেও বিরাম নেই বৃষ্টির। রাজ্যে নতুন করে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দফতর।
আগামিকাল, বৃহস্পতিবার থেকে শুরু হবে বৃষ্টি ৷ শনিবার পর্যন্ত বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷ কলকাতায় শুক্রবার হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷
আজ, বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিক ৷
দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আগামিকাল, বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু। বৃষ্টির ব্যাপকতা ও পরিমাণ বাড়বে শুক্রবার।
উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে বৃহস্পতি ও শুক্রবার। শনিবারও বেশ কয়েকটি জেলায় বৃষ্টি চলবে বলে হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে।