West Bengal Weather Forecast: চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, উপকূলবর্তী এলাকায় ঝড়–বৃষ্টির সম্ভাবনা, জারি লাল সতর্কতা

0
1053

দেশের সময় ওয়েবডেস্কঃ মধ্য বঙ্গোপসাগরে ঘনিয়ে উঠেছে নিম্নচাপ । এর জেরেই আগামী ২-৩ ঘণ্টার মধ্যে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে আজ দিনভর বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি সম্ভাবনা আছে।

তবে উপকূলের জেলাগুলিতে মুষলধারে বৃষ্টি হবে। সঙ্গে প্রায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।
রাজ্যজুড়েই আজ আকাশ মেঘলা থাকবে । দিনভর হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিস জানাচ্ছে, মধ্য বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপ তৈরি হচ্ছে। আগামীকালের মধ্যে তা আরও ঘণীভূত হবে।

পশ্চিমবঙ্গের উপকূলেও সেই নিম্নচাপের প্রভাব পড়বে। এই নিম্নচাপের জেরেই সোমবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস উত্তর ২৪ পরগণার বেশ কিছু অংশে আর কিছুক্ষণের মধ্যেই  নামবে তুমুল বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। লোকজনকে বাইরে বেরতে নিষেধ করা হয়েছে। মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়াবিদেরা জানাচ্ছেন, নিম্নচাপটি ওড়িশা উপকূল সংলগ্ন এলাকাতেই সোমবারের পর থেকে শক্তি বাড়াতে পারে । শক্তি বাড়িয়ে নিম্নচাপটি উত্তর-পূর্ব দিকে এগোতে পারে। ওড়িশা ও বাংলা উপকূলের মাঝে এটি স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা আছে। ওড়িশার পাশাপাশি বাংলাতেও এই নিম্নচাপের প্রভাব পড়বে বলে মনে করছেন আবহাওয়াবিদেরা। 

নিম্নচাপের জন্য মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে লাল সতর্কতা। ওড়িশা বাংলা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে জারি থাকবে লাল সতর্কতা।। পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের সোমবার থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 

নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে। যারা সমুদ্রে মাছ ধরতে গিয়েছেন তাদের রবিবার দিনের মধ্যে উপকূলে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের জন্য সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। 

এই নিম্নচাপ বাংলাতে প্রভাব ফেললেও দক্ষিণবঙ্গ জুড়েই ভারী বৃষ্টি হবে এমনটা নয়। মূলত উপকূল সংলগ্ন জেলাগুলিতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এখনও পর্যন্ত আবহাওয়া দফতরের আবহাওয়াবিদরা যা অনুমান করছেন তাতে সব থেকে বেশি বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণা এই দুই জেলায়। মঙ্গলবার ও বুধবার দু’দিন বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গে।

নিম্নচাপের আগেই দক্ষিণবঙ্গের বাতাসে জলীয় ভাগ বেশি থাকায় এবং তাপমাত্রা কিছুটা বাড়ায় আর্দ্রতা অস্বস্তি ক্রমশ বাড়বে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়বে এবং আর্দ্রতাজনিত অস্বস্তি ক্রমশ চরমে উঠবে।

রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন সোমবার কার্যত মেঘলা আকাশ দক্ষিণবঙ্গ জুড়ে। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণায় ভারী বৃষ্টি। বুধবার ভারী বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলি এবং কলকাতায় ৷

কলকাতায় আজ মূলত মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ৷

মৌসুমী অক্ষরেখা বিকানির, কোটা, গুনা, জব্বলপুর, পেনড্রা রোড ও বালাসোর হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ঘূর্ণাবর্ত রয়েছে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ লাগোয়া এলাকায়। আরও দুটি ঘূর্ণাবর্ত রয়েছে কর্ণাটক এবং রাজস্থানে। 

দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা বেশি। রায়লসীমা, অন্ধ্রপ্রদেশ ইয়ানাম, তামিলনাডু, পুদুচেরি, করাইকাল, কেরালা, মাহে, কর্ণাটক, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ও কচ্ছ। 

মধ্য মহারাষ্ট্র, গুজরাত, কোঙ্কন, গোয়া, ঝাড়খণ্ড, ওড়িশা, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা, হিমাচল প্রদেশ, হরিয়ানা, চন্ডিগড়, উত্তরপ্রদেশ এবং রাজস্থানে বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন ৷

Previous articleMamata-Modi Meeting: দিল্লিতে মোদী-সাক্ষাতে বিপুল বকেয়া মেটানোর আবেদন মমতার
Next articleHelth tips :আজ আন্তর্জাতিক বিয়ার দিবস ! রইলো বিশেষ তথ্য

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here