West Bengal weather news, Heavy Rain forecast: ২৯ নভেম্বর-১ ডিসেম্বরের দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হবে নিম্নচাপ। ডিসেম্বরের শুরুতেই এটি শক্তি বাড়িয়ে বঙ্গোপসাগরে ঢুকবে।
দেশের সময় ওয়েবডেস্কঃ শীতের আমেজ শুরু। রাতের তাপমাত্রা আরও কমেছে। বাধাহীনভাবে বইছে উত্তুরে হাওয়া। কোনও সিস্টেম উত্তর বঙ্গোপসাগরে না থাকায় আগামী ৩-৪ দিন এ রকম শুষ্ক আবহাওয়া থাকবে। সকালে বিক্ষিপ্তভাবে কিছু এলাকায় কুয়াশার দাপট। আজও ১৮ ডিগ্রির ওপরে কলকাতার পারদ।
ডিসেম্বরের শুরুতেই ফের বৃষ্টির পূর্বাভাস। নিম্নচাপের ভ্রুকুটি। নভেম্বরের শেষ বা ডিসেম্বরের শুরুতে আন্দামান সাগরে তৈরি হবে নিম্নচাপ। শক্তি বাড়িয়ে সেই নিম্নচাপ ঢুকবে বঙ্গোপসাগরে। আপাতত অভিমুখ অন্ধ ও উড়িষ্যা উপকূল হলেও গতিপথ পরিবর্তন হতে পারে। এক্ষেত্রে রাজ্যের ওপর দিয়ে বাংলাদেশে যেতে পারে নিম্নচাপ। যার প্রভাবে ডিসেম্বরের প্রথম সপ্তাহের শেষে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ রাজ্যে।
কলকাতায় হালকা শীতের আমেজ। রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকলেও, বেশ কিছুটা নেমেছে পারদ। পরিষ্কার আকাশ ও শুষ্ক আবহাওয়া আগামী কয়েকদিন থাকলে রবিবারে রাতের তাপমাত্রা আরও নেমে যেতে পারে। ফলে সপ্তাহান্তে হালকা শীতের আমেজ উপভোগ করতে পারবেন শীতবিলাসী রাজ্যবাসী।
শীতের আমেজ বাংলা জুড়ে। উত্তরবঙ্গেও নামছে পারদ। সকালে বিক্ষিপ্তভাবে কিছু এলাকায় কুয়াশার সম্ভাবনা। উত্তরবঙ্গের দু-একটি জেলায় ঘন কুয়াশার দাপট।
আজ শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৭-৯২ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টি হয়নি কলকাতা শহরে।
অন্যদিকে, একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। শ্রীলঙ্কা উপকূলে সেটি অবস্থান করছে। উত্তর-পূর্ব মৌসুমী বায়ু সক্রিয় দক্ষিণ ভারতের। উত্তর-পূর্ব দিকের প্রবল হাওয়ায় প্রচুর জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণ ভারতে।
২৯ নভেম্বর-১ ডিসেম্বরের মধ্যে ডিসেম্বরের দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হবে নিম্নচাপ। ডিসেম্বরের শুরুতেই এটি শক্তি বাড়িয়ে বঙ্গোপসাগরে ঢুকবে। এটি ক্রমশ শক্তিশালী হয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে।
দক্ষিণ আন্দামান সাগরে নিম্নচাপের প্রভাবে ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর প্রবল বৃষ্টির সম্ভাবনা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৪-৫ দিন কেরল, মাহে, রায়লসীমা, তামিলনাডু, অন্ধ্রপ্রদেশ, পন্ডিচেরি ও করাইকালে বৃষ্টির সম্ভাবনা।
তাপমাত্রার তারতম্যের প্রভাবে উত্তর পূর্ব ভারত ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে কুয়াশার সম্ভাবনা আগামী কয়েকদিন। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে।
আবহাওয়াবিদদের অনুমান, নিম্নচাপটি অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের স্থলভাগে প্রবেশ করতে পারে। তারপর এটি স্থলভাগ দিয়েই ওড়িশা-ঝাড়খণ্ড-পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দিকে যাবে। তবে গতিমুখ পরিবর্তন করে উত্তর বঙ্গোপসাগর দিয়েও এটি বাংলাদেশের দিকে যেতে পারে, আবহাওয়াবিদরা নজর রাখছেন সেদিকেই।