West Bengal Weather: ঘুরে দাঁড়াল শীত!জাঁকিয়ে ঠান্ডা বাংলায়, কতদিন চলবে? কী বলছেন আবহবিদেরা

0
964
বনগাঁ মতিগঞ্জে একটু উষ্ণতার জন্য – পার্থ সারথি নন্দী

দেশের সময় ওয়েবডেস্কঃ ঝঞ্ঝার পর ঝঞ্ঝার দাপটে কুপোকাত হয়ে পড়েছিল শীত। এতটাই যে, শীতপ্রেমীরা অনেকাংশে হতাশ হয়ে হাল প্রায় ছেড়েই দিয়েছিলেন। থার্মোমিটারে পারদের উত্থান দেখে অনেকেই ভেবেছিলেন, এই বুঝি শীত যায় যায়! তবে আশ্বাস দিয়েছিল হাওয়া অফিস। বলেছিল, ফের জাঁকিয়ে পড়বে শীত। সেই ভবিষ্যদ্বাণী সফল করে শীত ফিরে এল দুরন্ত ছন্দে!

কনকনে ঠান্ডায় আগুন জ্বেলে সরস্বতীর প্যান্ডাল তৈরীতে ব্যস্ত ক্ষুদেরা ৷ বনগাঁর ফুলতলায় ছবি- পার্থ সারথি নন্দী৷

ভরা মাঘে শীতের কামড় জোরদার হতেই পারে। তাতে বিস্ময়ের তেমন কিছু নেই। তবে শীত এ বার যে-ভাবে ঘুরে দাঁড়িয়েছে, তাতে বলা যেতেই পারে, এ ভাবেও ফিরে আসা যায়!জানুয়ারির শেষে এসে ফের ঝোড়ো ব্যাটিং শীতের। হাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও নামবে। 

আবহবিদেরা বলছেন, শক্তিশালী ঝঞ্ঝার প্রভাবে কাশ্মীর-সহ উত্তর ভারতের পাহাড়ে তুষারপাত হয়েছে। সেই ঝঞ্ঝা কেটে যেতেই জাঁকিয়ে শীত পড়েছে উত্তর-পশ্চিম ভারতে। তার ফলে কনকনে উত্তুরে হাওয়া বঙ্গের দিকে ধেয়ে এসেছে অবাধে। সেই হাওয়াতেই হুড়মুড়িয়ে নেমেছে পারদ।

হাওয়া অফিস জানিয়েছে, আপাতত রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে হাল্কা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

আবহাওয়া দফতর বলেছে, আপাতত আকাশ পরিষ্কারই থাকবে। সেই সঙ্গে বজায় থাকবে শুষ্ক আবহাওয়া।
আগামী ৩-৪ দিন তাপমাত্রা ঠান্ডা থাকবে। আরও বেশ খানিকটা তাপমাত্রা নামতে পারে বলে পূর্বাভাস। 

ভোরের দিকে রাজ্যের জেলায় জেলায় বজায় থাকবে কুয়াশার দাপট। ফলে গাড়িচালকদের সতর্ক থাকতে বলা হয়েছে।
তবে ৩-৪ দিন পরে তাপমাত্রা আরও বাড়তে পারে। তারপর থেকে পারদ ক্রমশ বাড়তে থাকবে বলে আভাস দিয়েছে হাওয়া অফিস। 

তবে জানুয়ারির শেষে ঠান্ডার দাপট চুটিয়ে অনুভব করছেন বঙ্গবাসী। 

Previous articleMadan Mitra: পথ দুর্ঘটনার কবলে মদন মিত্র,আহত বিধায়ক বললেন ‘বেঁচে গেলাম’
Next article১ ফেব্রুয়ারি থেকে ভক্তদের জন্য খুলছে পুরীর জগন্নাথ মন্দির

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here