West Bengal Panchayat Election 2023 : পঞ্চায়েত ভোট কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিদ্ধান্ত রাজ্যের, জানিয়ে দিল হাইকোর্ট

0
365

দেশের সময়: রাজ্যে পঞ্চায়েত ভোট নিয়ে কংগ্রেস কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছে বিরোধীরা| কিন্তু পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হবে কি না, সে বিষয়ে রাজ্য সরকারই সিদ্ধান্ত নেবে। বিজেপি এবং কংগ্রেসের পাঁচ দফা আবেদনের শুনানিতে শুক্রবার এ কথা জানিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে সেই সঙ্গে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের মন্তব্য, ‘‘আদালত প্রাথমিকভাবে মনে করছে রাজ্য নির্বাচন কমিশন মনোনয়ন জমা দেওয়ার জন্য যে সময় দিয়েছে তা উপযুক্ত নয়। ওই সময়সীমা আরও বাড়ানো উচিত।’’

পঞ্চায়েত ভোটে প্রায় ৭৫ হাজার আসনে মনোনয়ন জমা দেওয়ার জন্য ৫ দিন সময় কম বলে মনে করছে কলকাতা হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ, ‘‘প্রাথমিকভাবে মনে হচ্ছে মনোনয়ন থেকে ভোটগ্রহণ গোটা বিষয়টি অত্যন্ত দ্রুততার সঙ্গে করা হয়েছে। মনোনয়নে সময় খুবই কম দেওয়া হয়েছে। ভোটের নির্ঘণ্ট নিয়ে পুনর্বিবেচনা করা উচিত। মহকুমাশাসক, জেলাশাসক বা কমিশনের অফিসে মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করা যায় কি না দেখতে হবে।’’

হাইকোর্টের নির্দেশ, এ ব্যাপারে কমিশনকে নিজেদের বক্তব্য জানাতে হবে। কেন্দ্রীয় বাহিনী নিয়ে নিজেদের সিদ্ধান্ত জানাবে রাজ্য। ভোটগ্রহণ থেকে গণনা, গোটা প্রক্রিয়া সিসি ক্যামেরার নজরদারিতে করা ভাল। চুক্তিভিত্তিক কর্মী বা সিভিক ভলান্টিয়ারদের পঞ্চায়েত ভোটে ব্যবহার করা নিয়ে আদালতের কোনও নির্দেশ থাকলে রাজ্য নির্বাচন কমিশনকে তা মেনে চলতে হবে বলেও শুক্রবার জানিয়েছে প্রধান বিচারপতি শিবজ্ঞানমের বেঞ্চ।

প্রসঙ্গত, ভোট সংক্রান্ত কোন কাজে সিভিকদের ব্যবহার করা যাবে, তা নিয়ে এর আগে বিচারপতি রাজাশেখর মান্থার একটি নির্দেশ ছিল। কমিশনকে ওই নির্দেশ মেনে পদক্ষেপ করতে বলেছে কলকাতা হাইকোর্ট।

Previous articleWB Panchayat Election 2023 : পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে আদালতে বিরোধীরা
Next articleMonsoon: কালো মেঘে ঢাকল আকাশ, দুপুরে তুমুল বৃষ্টি নামল কলকাতায়,প্রাণ জুড়োল তপ্ত বাংলার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here