West Bengal Municipal Elections 2022: নিরাপত্তার বজ্র আঁটুনিতে চার পুরনিগমের ভোট শুরু, বিরোধীদের ভরসা শিলিগুড়ি, আসানসোল !

0
475

দেশের সময় ওয়েবডেস্কঃ শীতের সকালে কড়া নিরাপত্তায় চার জেলার চার পুরনিগমের ভোটগ্রহণ চলছে। দার্জিলিং জেলার শিলিগুড়ি পুরনিগম, হুগলি জেলার চন্দননগর পুরনিগম, উত্তর ২৪ পরগনার বিধাননগর পুরনিগম  ও পশ্চিম বর্ধমানের আসানসোল পুরনিগমে আজ ভোট। সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। আগামী সোমবার ১৪ ফেব্রুয়ারি ভোটের ফল ঘোষণা।

বিধাননগরে ৪১টি ওয়ার্ডে ভোটগ্রহণ আজ, ১০৬টি ওয়ার্ডে ভোটগ্রহণ আসানসোল পুরনিগমে। প্রায় সাড়ে ৯ লক্ষ ভোটার রয়েছেন। চন্দননগরের ৩২টি ওয়ার্ডে ভোট এবং শিলিগুড়ি পুরনিগমের ৪৭টি ওয়ার্ডে ভোটগ্রহণ চলছে।

চার পুরসভার মধ্যে আসানসোল এবং শিলিগুড়ি বিরোধী বিজেপি এবং বামফ্রন্টের কাছে বড় ভরসা৷ কারণ আসানসোল পুরনিগম এলাকায় বিধানসভা ভোটেও বিজেপি-র ফল তুলনামূলক ভাবে ভাল হয়েছিল৷ আর শেষ পুরভোটেও কংগ্রেসের সমর্থনে শিলিগুড়ি দখলে রাখতে পেরেছিল বামেরা৷

অন্যদিকে ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গেই বিজেপি-র ফল ভালো হয়েছিল৷ এমন কি, ওয়ার্ড ভিত্তিক ফল অনুযায়ী বিধানসভা নির্বাচনের নিরিখে শিলিগুড়ি পুরনিগম এলাকায় এগিয়ে রয়েছে বিজেপি-ই৷

প্রসঙ্গত, আগে ২২ জানুয়ারি চার পুরনিগমের ভোট হওয়ার কথা ছিল। কিন্তু কোভিডের কারণে তা পিছিয়ে দেওয়া হয়। চার পুরনিগমের ভোট কেন্দ্রীয় বাহিনী দিয়ে করানোর দাবি উঠলেও রাজ্য নির্বাচন কমিশন জানায় রাজ্য পুলিশ দিয়ে ভোট করানো হবে। ভোট কেন্দ্রের সুরক্ষায় মোতায়েন সাড়ে আট হাজার রাজ্য পুলিশ। ভোটগ্রহণ কেন্দ্রে একটি বুথ থাকলে সেখানে এক জন এএসআই, দু’জন সশস্ত্র, এক জন লাঠিধারী পুলিশ থাকবে। ভোটগ্রহণ কেন্দ্রে যদি ৯টি বুথ থাকে তাহলে সেখানে এক জন ইন্সপেক্টর, তিন জন এএসআই, চার জন সশস্ত্র পুলিশ থাকবে। ভোটগ্রহণ কেন্দ্রে ১০টি বুথ থাকলে এক জন ইন্সপেক্টর, চার জন এএসআই ও চার জন সশস্ত্র পুলিশ থাকবে।

বিগত কয়েক বছরের মতো এবারও বিধাননগরের ভোট নিয়েই বিরোধীরা সবচেয়ে বেশি গোলমালের আশঙ্কা প্রকাশ করেছে। পুর নির্বাচনে নজিরবিহীন অশান্তির পুনরাবৃত্তি ঠেকানোই এবার পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ। ভোট অবাধ ও শান্তিপূর্ণ রাখার লক্ষ্যে চলে নাকাতল্লাশি, রুটমার্চ।

এই প্রথম বিধাননগরের ভোটে স্পেশ্যাল টাস্ক ফোর্স বা এসটিএফ এবং ইএফআর মোতায়েন থাকছে। আজ শুধু বিধাননগরের জন্য বিশেষ দায়িত্ব পালন করবেন এসটিএফের অতিরিক্ত ডিজি জ্ঞানবন্ত সিং। অতিরিক্ত দায়িত্বে থাকছেন সিআইডির আই জি আনন্দ কুমারও। শুক্রবার রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস নিজেও বিধাননগর গিয়ে পুরভোটের শেষ মূহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখেন। সূত্রের খবর, সব মিলিয়ে বিধাননগরে আজ চার হাজার পুলিশ থাকছে।

এ দিন সকাল থেকেই চার পুরনিগম এলাকায় শীতের মধ্যেও ভোটারদের মধ্যে ভোট দান নিয়ে উৎসাহ চোখে পড়েছে৷ সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ৷ বুথের বাইরে মানুষের ভিড়ও ছিল চোখে পড়ার মতো৷ তবে বেলা বাড়লে ভোটদানের হার আরও বাড়বে বলেই আশা সব রাজনৈতিক দলেরই৷

সকাল থেকে ভোট মোটের উপরে শান্তিপূর্ণই রয়েছে৷ বিক্ষিপ্ত ভাবে কয়েকটি জায়গায় অনিয়মের অভিযোগে সরব হয়েছে বিরোধীরা৷ পুলিশের সংখ্যা অপার্যপ্ত বলে অভিযোগ করেছেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য৷

পুর- যুদ্ধ : এক নজরে-

আসানসোলের ৮৪ নম্বর ওয়ার্ডে ‘‌ভুয়ো ভোটার’‌, ইসমাইল এলাকায় রামকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয়ের বেআইনি জমায়েত৷


আসানসোলের ২৭ নং ওয়ার্ডে ধুন্ধুমার, জিতেন্দ্র তিওয়ারির স্ত্রীকে মারধরের অভিযোগ, জিতেন্দ্রকে ঘিরে ‘‌গো-‌ব্যাক’‌ স্লোগান৷


শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে পুলিশের বচসা, বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ, ভোটারদের প্রভাবিত করার পাল্টা অভিযোগ তৃণমূলের

সকাল ৯টা পর্যন্ত ভোটদানের হার:‌ বিধাননগরে ১৪%, আসানসোলে ১৩%, শিলিগুড়িতে ১৩% ও চন্দননগরে ১১% ৷

সল্টলেকের EE‌ ব্লকে ‘‌অবৈধ জমায়েত’, বহিরাগতদের ‌দাপাদাপি।

আসানসোলের ৮৮ নম্বর ওয়ার্ডের একটি বুথে দুই ব্যক্তির দাবি, তাঁরা দুজনেই তৃণমূলের এজেন্ট
আসানসোলের ৪ নম্বর ওয়ার্ডের জামুড়িয়ায় সমস্ত বুথ দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, বিজেপি প্রার্থীদের বের করে দেওয়ার অভিযোগ৷

বিধাননগরের ২৭ নম্বর ওয়ার্ডে ‘‌ভুয়ো ভোটার’‌, ভোটার স্লিপের সঙ্গে মিল নেই, ক্যামেরা দেখে উধাও ৷

অগ্নিমিত্রা পলকে আসানসোলে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, কেবল সিআইএসএফ ছাড়া তিনি ভোট দিতে ঢুকতে পারবেন বলে জানানো হয়েছে পুলিশের তরফে, অভিযোগ বিধায়কের ৷

আসানসোলের ২৭ নম্বর ওয়ার্ডে জিতেন্দ্র তিওয়ারিকে ঘিরে বিক্ষোভ, বহিরাগতদের দিয়ে ভোট করানোর অভিযোগ জিতেন্দ্রর ৷

আসানসোলে পুলিশের গাড়িতে তৃণমূলের স্টিকার, ৫১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর নামে স্টিকার, খবর প্রকাশ্যে আসতেই মোছা হল৷

শিলিগুড়ির ২৮ নম্বর ওয়ার্ডের ১৬১, ১৬২, ১৬৩, নম্বর বুথে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে মাস্ক বিলি করে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বিজেপির ৷

বিধাননগরের ২৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সাধনা ঢালির বাড়িতে হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷

বিধাননগরের ৩১ নম্বর ওয়ার্ডে ‘‌ভুয়ো ভোটার’‌, দাবি বিজেপি প্রার্থী দেবাশিস জানার ৷


বিধাননগর পুরসভার আটঘড়া স্কুলের বুথে সিপিএম ও নির্দল প্রার্থীর মধ্যে তর্কাতর্কি, বিধিভঙ্গের অভিযোগ নির্দল প্রার্থীর ৷

কেষ্টপুরে সিপিএম প্রার্থী অলোক রায়কে হেনস্থার অভিযোগ ৷

Previous articleBangaon: পুরভোটের আগে বনগাঁ পুলিশের রুটমার্চ, শুরু এরিয়া ডমিনেশন
Next articleBangaon Municipal Elections 2022: বনগাঁয় তৃণমূলের ফ্ল্যাগ ছিড়ে দেওয়াল মুছে দেওয়ার অভিযোগ উঠলো বিজেপি-র বিরুদ্ধে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here